হাবরা, 1 মার্চ : দলের তরফে এখনও প্রার্থী তালিকা চূড়ান্ত হয়নি । তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও কোনও কেন্দ্রের প্রার্থীর নাম এখনও ঘোষণা করেননি । তা সত্ত্বেও হাবরা বিধানসভায় তৃণমূলের প্রার্থী হিসেবে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নামে শুরু হল দেওয়াল লিখন । ঘটনায় শোরগোল পড়েছে দলের অন্দরে । এই নিয়ে হইচই শুরু হতেই প্লাস্টিক দিয়ে শুধু ঢেকে দেওয়া হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম । তবে দেওয়াল লিখন মোছা হয়নি ৷ স্থানীয় তৃণমূল নেতৃত্বের সাফাই, কিছু উৎসাহী কর্মী-সমর্থক আবেগের বশে এই ঘটনা ঘটিয়েছেন ৷
হাবরা বিধানসভায় দশবছর ধরে বিধায়ক রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক । তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য । তাঁর কাঁধে রয়েছে খাদ্য দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দপ্তর । রয়েছে জেলা তৃণমূলের সভাপতির পদও । তবে লোকসভা নির্বাচনের নিরিখে নিজের বিধানসভা কেন্দ্র হাবরাতেই পিছিয়ে রয়েছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । প্রায় 18 হাজার ভোটে এগিয়ে বিজেপি ।লোকসভার সেই মার্জিন মেকআপ করতে ভোটের আগে থেকেই নিজের কেন্দ্রে চষে বেড়াচ্ছেন তৃণমূলের এই হেভিওয়েট নেতা । তা দলীয় কর্মসূচি হোক কিংবা সরকারি অনুষ্ঠান । জনসংযোগ বাড়াতে কোনও খামতি রাখছেন না তিনি । এসবের মধ্যেই হাবরা বিধানসভায় জ্যোতিপ্রিয় মল্লিককে দলের প্রার্থী হিসেবে তুলে ধরে দেওয়াল লিখন শুরু করে দিয়েছে তৃণমূলের একাংশ । যা দেখা গিয়েছে হাবরার পৃথিবা পঞ্চায়েতের বদর এলাকায় ।
আরও পড়ুন : নিমতায় আক্রান্ত বিজেপি কর্মীর সঙ্গে দেখা করলেন অগ্নিমিত্রা