বিরাটি, 11 এপ্রিল : বিরাটিতে BJP-র দেওয়াল দখলের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আজ নিমতা থানার অন্তর্গত উদয়পুর এলাকায় BJP-র 3টি দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। স্থানীয় BJP কর্মীদের তরফে দেওয়াল দখলের অভিযোগ দায়ের করা হয়েছে নিমতা থানায়। নির্বাচন কমিশনেও অভিযোগ জানানো হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে আজ ওই এলাকায় BJP কর্মীরা বিক্ষোভ দেখায়। খবর দেওয়া হয় পুলিশে। স্থানীয় BJP নেতা নিতাই শীল বলেন, "আমরা দেওয়াল লেখার পর থেকে হুমকি দিতে শুরু করে তৃণমূলের কর্মীরা। আজ সকালে দেখি আমাদের সমস্ত দেওয়াল মুছে দিয়েছে ওরা। এখানকার 29 নম্বর ওয়ার্ডের নেতা তপন চক্রবর্তী প্রত্যেক BJP কর্মীদের বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে। পরিবার পরিজনকেও ভয় দেখানো হচ্ছে। বলা হচ্ছে, BJP করার কী দরকার। যেখানে সেখানে পড়ে থাকবে। প্রত্যেক ওয়ার্ডে দেওয়াল মুছে দিচ্ছে ওরা। ভোটপ্রচার করতে দিচ্ছে না। 25 নম্বর ওয়ার্ডেও তৃণমূল কাউন্সিলর জয়দেব কর্মকার প্রত্যেক কর্মীর বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছে।"