পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বনগাঁয় মাঘীপূর্ণিমার মেলায় চটুল নাচ ঘিরে বিতর্ক - বনগাঁয় মাঘীপূর্ণিমার মেলায় চটুল নাচ

বনগাঁর মাঘীপূর্ণিমার মেলায় অশ্লীল নাচ । শেষমেশ পুলিশি তৎপরতায় বন্ধ আসর।

vulgar dance
মেলায় চটুল নাচ

By

Published : Feb 12, 2020, 9:47 AM IST

Updated : Feb 12, 2020, 10:29 AM IST

বনগাঁ, 12 ফেব্রুয়ারি : মাঘীপূর্ণিমার মেলায় চটুল নাচের আসর । 20 টাকার টিকিটে চলছে অশ্লীল নাচ । দিন কয়েকের মধ্যেই খবর ছড়িয়ে যায় পুরো গ্রামে । শেষমেশ স্থানীয় প্রশাসন ও পুলিশি তৎপরতায় রবিবার বন্ধ করা হয়েছে নাচের আসর ।

মুড়িঘাটা গ্রামে প্রতিবছর মাঘীপূর্ণিমা উপলক্ষে মেলা বসে। প্রায় 100 বছরের পুরোনো এই মেলা। সেখানেই চটুল নাচের আসর বসানের অভিযোগ উঠেছে মেলা উদ্যোক্তাদের বিরুদ্ধে । মেলার সামনে অশ্লীল ছবির বিজ্ঞাপন দিয়ে চওড়া ফ্লেক্স । তারপর ভিতরে ঢুকেই কাটতে হবে 20 টাকার টিকিট । তারপর সোজা আসরের পথে । দিন কয়েক ধরে চলছে এই নাচ। ঐতিহ্যবাহী এই মেলায় অশ্লীল নাচ নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তুঙ্গে । তড়িঘড়ি ছড়িয়ে পড়ে খবর। রবিবার খবর পৌঁছাতেই পদক্ষেপ করে গ্রাম পঞ্চায়েত । খবর দেওয়া হয় পুলিশে । পরে পুলিশ এসে বন্ধ করে দেয় নাচের আসর।

ভিডিয়োয় শুনুন পঞ্চায়েত প্রধানের বক্তব্য

এ-বিষয়ে, গাড়াপোঁতা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত দত্ত বলেন, "প্রায় 100 বছরের পুরোনো মেলা । যা হয়েছে অত্যন্ত নিন্দনীয়। এখানে কোনও সমর্থনের বিষয় নেই । জানার পরই পুলিশকে খবর দেওয়া হয়েছে । যারা এই অশ্লীল নাচের আয়োজন করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।"

Last Updated : Feb 12, 2020, 10:29 AM IST

ABOUT THE AUTHOR

...view details