পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাদুড়িয়ায় ত্রাণের দাবিতে বিক্ষোভ, মাথা ফাটল OC-র - lockdown

বিক্ষোভ তুলতে গিয়ে আক্রান্ত পুলিশ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পালটা লাঠিচার্জ করা হয় ৷

wb_n24p_01_relief
বাদুড়িয়ায় আক্রান্ত পুলিশ

By

Published : Apr 22, 2020, 1:00 PM IST

Updated : Apr 22, 2020, 3:58 PM IST

বসিরহাট, 22 এপ্রিল : পুলিশ-জনতা খণ্ডযুদ্ধে উত্তপ্ত উত্তর 24 পরগণার বসিরহাট মহকুমার বাদুড়িয়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের জোড়া অশ্বত্থতলা এলাকায়৷ বুধবার সকালে ত্রাণের দাবিতে অবরোধ করে স্থানীয়রা ৷ পরিস্থিতি সামাল দিতে গেলে বিক্ষোভকারীদের হাতে আক্রান্ত হয় একাধিক পুলিশকর্মী ৷ বিক্ষোভকারীদের মারে মাথা ফাটে বাদুড়িয়া থানার OC বাপ্পাদিত্য মিত্রের৷ ঘটনায় জখম হন আরও কয়েকজন পুলিশকর্মী৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পালটা লাঠিচার্জ করে পুলিশ৷ ঘটনাস্থানে ব্যাপক উত্তেজনা৷ আটক কয়েকজন বিক্ষোভকারী৷

এই ঘটনা নিয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, "বাদুড়িয়ার ঘটনার সঙ্গে রেশন ব্যবস্থার কোনও যোগ নেই৷ ওখানে স্থানীয় এক দাদা তিন কেজি করে চাল দেবেন বলেছিলেন৷ পরে তিনি দু'কেজি করে দিয়েছেন, তা নিয়ে বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়ায়৷ তারা পথ অবরোধ করে৷ পুলিশ অবরোধ তুলতে গেলে তাদের উপর আক্রমণ করা হয়৷ জনতার আক্রমণে কয়েকজন পুলিশ কর্মী জখম হয়েছেন৷"

বিক্ষোভের মুখে পুলিশ...

শারীরিক দূরত্ব বজায় রেখে বুধবার সকাল আটটা থেকে বসিরহাটে-বনগাঁ রোডের জোড়া অশ্বততলায় থালা হাতে ত্রাণের দাবিতে অবরোধ করে দাসপাড়া ও কাহারপাড়ার বাসিন্দারা । থালা হাতে রাস্তা অবরোধ করে কয়েকশো গ্রামবাসী৷ ঘটনাস্থানে বাদুড়িয়া থানার পুলিশ গেলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি চলে । স্থানীয় বাসিন্দাদের দাবি, তাঁরা ঠিকমতো ত্রাণ পাচ্ছে না । রাজনৈতিকভাবে বৈষম্য করা হচ্ছে । পাশাপাশি এই পৌরবাসীর অবরোধ করার পিছনে কোন রাজনৈতিক ষড়যন্ত্র আছে কি না সেটাও তদন্ত করে দেখছে পুলিশ । মোট চারজন পুলিশ আক্রান্ত ।

বসিরহাটের SDPO অভিজিৎ সিনহা মহাপাত্রের নেতৃত্বে বসিরহাট, মাটিয়া ও বাদুড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী ও RAF গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ বেশ কয়েকজন বিক্ষোভকারীদের আটক করেছে।

Last Updated : Apr 22, 2020, 3:58 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details