পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

করোনা বিধি মেনে সীমান্তে পালিত হল ভাষা দিবস

এবারে করোনার ফলে চিত্রটা একেবারেই অন্যরকম ৷ সাধারণ মানুষের প্রবেশে ছিল নিষেধজ্ঞা ৷

পেট্রাপোল
পেট্রাপোল

By

Published : Feb 21, 2021, 4:50 PM IST

পেট্রাপোল, 21 ফেব্রুয়ারি : করোনা বিধিতে তাল কাটল ভারত-বাংলাদেশ অমর একুশের মিলন অনুষ্ঠান । যৌথ অনুষ্ঠান নয়, কাঁটাতারের দু'পারে আলাদা অনুষ্ঠানে সামিল হলেন সাধারণ মানুষ । প্রতি বছর অমর একুশের অনুষ্ঠানে ভারত-বাংলাদেশ মিলন অনুষ্ঠান হয় । দু'পারে আলাদা মঞ্চ হলেও কাঁটাতারের নো ম্যানস ল্যান্ডে দু'পার কিছুক্ষণের জন্য মিলে যায় । ভারত ও বাংলাদেশ দু'পার থেকেই ভাষাপ্রেমীরা একত্রিত হন । যৌথ তোরণও তৈরি করা হয় । ভাষার আবেগে মুছে যায় কাঁটাতারের বেড়াজাল । আবেগ বিনিময়ের ছবি দেখা যায় দুই দেশের বাংলাভাষী মানুষের মধ্যে ।

আরও পড়ুন :''আমি কি ভুলিতে পারি...'', অমর একুশ স্মরণ পদ্মাপাড়ে

কিন্তু, এবারে করোনার ফলে বদলে গিয়েছে পুরো চিত্র ৷ সীমান্তে বিএসএফ ও বিজিপি-এর কড়াকড়িতে আবেগে অনেক আগেই ভাঁটা পড়েছিল ৷ করোনা স্বাস্থ্যবিধি মেনে অল্প সংখ্যক মানুষ নিয়ে পালিত হলো এবারের ভাষা দিবসের অনুষ্ঠান । সাধারণ মানুষের প্রবেশে ছিল নিষেধজ্ঞা । বন্ধ করে ছিল দু' দেশের যৌথ রক্তদানও । বাংলাদেশের 100 জনের একটি প্রতিনিধি দল ভারতে আসে ।

ভিডিয়োতে শুনুন দুই দেশের প্রতিনিধির বক্তব্য

দুই দেশের প্রতিনিধিরা জিরো পয়েন্টে শহিদ বেদিতে পুষ্পস্তবক দেন । চলে মিষ্টি বিনিময় । বাংলাদেশের প্রতিনিধি দল এদেশের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন । কিন্তু সাধারণ মানুষ সেই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি । তাই, অনেকেই সীমান্তের কাঁটাতার থেকে বেশ দূর থেকে ফিরে যেতে বাধ্য হয়েছেন ।

ABOUT THE AUTHOR

...view details