বারাসত, 24 জুলাই: আজ মহানায়ক উত্তম কুমারের 43তম মৃত্যুবার্ষিকী । গোটা রাজ্যে এই দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করা হচ্ছে । না থেকেও তিনি আপামর বাঙালির মনে চিরকালীন জায়গা করে নিয়েছেন । কলকাতার পাশ্ববর্তী উত্তর 24 পরগনা জেলার বারাসতে রয়েছে উত্তম কুমারের আদি বাড়ি । যেখানে ছোটবেলা কেটেছে তাঁর । শুধু কী তাই ! শুটিংয়ের ফাঁকে দাদা তরুণ কুমারকে সঙ্গে নিয়ে এসেও অধিকাংশ সময় এখানে কাটিয়ে গিয়েছেন । মহানায়কের মৃত্যুদিবসে তাঁর সেই ফেলে যাওয়া স্মৃতি আজও টাটকা ভাইপো অলককুমার চট্টোপাধ্যায়ের মনে । বারাসতের আদি বাড়িতে বসে মহানায়কের সেই স্মৃতি ফিরে দেখলেন তিনি ৷
বারাসত দক্ষিণপাড়ার শীতলাতলা রোডের বাড়িতেই দীর্ঘ কয়েক বছর কাটিয়ে গিয়েছেন উত্তম কুমার । পরিবার সূত্রে খবর, একসময় বারাসতের এই আদি বাড়ি থেকেই তিনি বিভিন্ন ছবির শুটিংয়ে যেতেন । শুটিংয়ে যাওয়ার আগে বাড়ির পাশে শীতলা মন্দিরে পুজোও দিতেন উত্তম কুমার । পুজো না দিয়ে কখনওই তিনি কোনও শুভ কাজে যেতেন না । শুটিং সেরে এসে এই বাড়িতেই অনেক সময় বিশ্রাম নিয়েছেন । পাত পেড়ে খেয়েছেন ৷ যে ঘরে তিনি থাকতেন, সেই শোওয়ার ঘর এখনও সযত্নে রেখেছেন পরিবারের সদস্যরা ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সবার সঙ্গে বাড়ির রান্নাঘরে বসে খাওয়া-দাওয়া করতেন উত্তম কুমার । এরপর তিনি কিছুক্ষণ আড্ডাও মারতেন পরিবারের সদস্যদের সঙ্গে । সেই পুরনো স্মৃতি আজও বিরজমান শীতলা রোডের বাড়িতে । ভিতরে প্রবেশ করলেই দেখা যাবে আগেকার দিনের বড় দরজা । সেই দরজা দিয়ে একটু এগোলেই মিলবে একটি ঘর । যে ঘরে উত্তম কুমার এসে দীর্ঘক্ষণ বিশ্রাম নিতেন ।