পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আমডাঙায় গুলিতে খুন হওয়া দুই যুবক BJP কর্মী, দাবি অর্জুন সিংয়ের - জ্যোতিপ্রিয় মল্লিক

আমডাঙায় গুলিতে খুন হওয়া দুই যুবক দলীয় কর্মী বলে দাবি করলেন BJP সাংসদ অর্জুন সিং। শুক্রবার নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। চাকরি ও আর্থিক সাহায্য করবেন বলে জানান। এদিকে, আমডাঙার ঘটনা রাজনৈতিক নয় বলে জানিয়ে দিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

BJP members are shot ded, claim Arjun Singh
আমডাঙা

By

Published : May 16, 2020, 4:56 PM IST

আমডাঙা, 16 মে: আমডাঙায় গুলিতে খুন হওয়া দুই যুবককে দলীয় কর্মী বলে দাবি করলেন ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিং। আজ ঘটনায় মূল অভিযুক্ত পুলিশকর্মী সন্তোষ পাত্রকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি। শুক্রবার দুপুরে নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে আমডাঙায় যান BJP সাংসদ। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এই রাজ্যে আইনের শাসন নেই। একজন পুলিশকর্মী সার্ভিস রিভলভার নিয়ে বাড়িতে আসছেন। এমনটা হতে পারে না।

শুক্রবার রাতে আমডাঙার তেঁতুলিয়া গ্রামে অরূপ মণ্ডল ও সুমন্ত মণ্ডলকে গুলি করে খুন করার অভিযোগ ওঠে। যাঁরা সম্পর্কে দুই ভাই। অভিযোগ, পুলিশকর্মী সন্তোষ পাত্র ও তার সঙ্গীরা মিলে খুন করেছে অরূপ মণ্ডল ও সুমন্ত মণ্ডলকে। তাঁদের বাঁচাতে এসে আহত হন নিহতদের বাবাও। পরিবার সূত্রে জানা গিয়েছে, অরূপ ও সুমন্তের স্ত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগ ছিল সন্তোষ পাত্র ও আরও কয়েকজনের বিরুদ্ধে। এছাড়া জমি সংক্রান্ত বিবাদও ছিল। এরই মধ্যে শুক্রবার রাতে বচসার পর সার্ভিস রিভলভার দিয়ে সন্তোষ পাত্র দুই ভাইকে খুন করে বলে অভিযোগ। ইতিমধ্যে পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে। এইসঙ্গে আমডাঙার এই খুন ঘিরে শাসক ও বিরোধী শিবিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এ অবস্থায় শনিবার আমডাঙার তারাবেড়িয়া পঞ্চায়েতের তেঁতুলিয়া গ্রামে গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করলেন BJP সাংসদ অর্জুন সিং। তাঁকে গ্রামে ঢুকতে পুলিশ বাঁধা দেয় বলে অভিযোগ করেন BJP সাংসদ। যদিও, পরে এলাকার বাসিন্দা ও দলের কর্মীদের সহায়তায় মৃতের বাড়িতে পৌঁছান তিনি। কথা বলেন নিহতদের স্ত্রীদের সঙ্গেও। সেখানেই দাবি করেন, নিহত দুজন দলীয় সমর্থক। অভিযুক্ত পুলিশকর্মীর গ্রেপ্তারির দাবিও করেন অর্জুন সিং।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "এই রাজ্যে আইনের শাসন নেই। একজন পুলিশকর্মী সার্ভিস রিভলভার নিয়ে বাড়িতে আসছেন। যা করতে পারেন না। বাংলায় আইন ব্যবস্থা কোথায় গিয়েছে, বোঝাই যাচ্ছে।"

আজ পুলিশকে একহাত নিয়ে অর্জুন সিং বলেন, "আমি নিহতের পরিবারের সঙ্গে দেখা করব, সেটাও করতে দেবে না। আটকানো হচ্ছে আমাকে। পুলিশকে বলব, অবিলম্বে আসামীকে গ্রেপ্তার করতে হবে। মানুষের কাছে আবেদন, কোনওরকম অশান্তির মধ্যে যাবেন না।"

নিহতদের দলীয় কর্মী আখ্যা দিয়ে BJP সাংসদ বলেন, "ওরা দু'জনই আমাদের দলের কর্মী। নিহতদের পরিবারের সঙ্গে আমরা আছি। পরিবারকে দলের তরফে আর্থিক সাহায্য করা হবে। নিহতদের স্ত্রী-দের চাকরি দেওয়া হবে।"

নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে সাংসদ জানান, "সাংসদ হিসেবে আমার তরফ থেকে নিহতদের স্ত্রীদের 5 লাখ টাকা ও আহতকে 2 লাখ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। পরিবারকে সবরকম ভাবে সহযোগিতা করব আমরা।"

এই খুনের পিছনে রাজনৈতিক কারণ আছে কিনা সে বিষয়ে প্রশ্ন করা হলে অর্জুন সিং বলেন, "আমি এখনই খুনের পিছনে রাজনৈতিক কারণ আছে কি না, তা বলছি না। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখুক। সবার আগে অভিযুক্ত ওই পুলিশ কর্মীকে গ্রেপ্তার করতে হবে। সেটা নিশ্চয় পুলিশ করবে বলে আমার আশা।"

এদিকে, BJP সাংসদ অর্জুন সিংয়ের দাবিকে কটাক্ষ করলেন জেলা তৃণমূল সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, "অর্জুনের কোনও বোধবুদ্ধি নেই। ও নামেই এলাকার সাংসদ। খবর রাখে না। ওখানকার লোকেদের জিজ্ঞাসা করলেই জানা যাবে, এই ঘটনার পিছনে কোনও রাজনৈতিক কারণ নেই। পারিবারিক কারণেই দুই ভাই খুন হয়েছেন বলে জানতে পেরেছি।"

ABOUT THE AUTHOR

...view details