আমডাঙা, 16 মে: আমডাঙায় গুলিতে খুন হওয়া দুই যুবককে দলীয় কর্মী বলে দাবি করলেন ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিং। আজ ঘটনায় মূল অভিযুক্ত পুলিশকর্মী সন্তোষ পাত্রকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি। শুক্রবার দুপুরে নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে আমডাঙায় যান BJP সাংসদ। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এই রাজ্যে আইনের শাসন নেই। একজন পুলিশকর্মী সার্ভিস রিভলভার নিয়ে বাড়িতে আসছেন। এমনটা হতে পারে না।
শুক্রবার রাতে আমডাঙার তেঁতুলিয়া গ্রামে অরূপ মণ্ডল ও সুমন্ত মণ্ডলকে গুলি করে খুন করার অভিযোগ ওঠে। যাঁরা সম্পর্কে দুই ভাই। অভিযোগ, পুলিশকর্মী সন্তোষ পাত্র ও তার সঙ্গীরা মিলে খুন করেছে অরূপ মণ্ডল ও সুমন্ত মণ্ডলকে। তাঁদের বাঁচাতে এসে আহত হন নিহতদের বাবাও। পরিবার সূত্রে জানা গিয়েছে, অরূপ ও সুমন্তের স্ত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগ ছিল সন্তোষ পাত্র ও আরও কয়েকজনের বিরুদ্ধে। এছাড়া জমি সংক্রান্ত বিবাদও ছিল। এরই মধ্যে শুক্রবার রাতে বচসার পর সার্ভিস রিভলভার দিয়ে সন্তোষ পাত্র দুই ভাইকে খুন করে বলে অভিযোগ। ইতিমধ্যে পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে। এইসঙ্গে আমডাঙার এই খুন ঘিরে শাসক ও বিরোধী শিবিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এ অবস্থায় শনিবার আমডাঙার তারাবেড়িয়া পঞ্চায়েতের তেঁতুলিয়া গ্রামে গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করলেন BJP সাংসদ অর্জুন সিং। তাঁকে গ্রামে ঢুকতে পুলিশ বাঁধা দেয় বলে অভিযোগ করেন BJP সাংসদ। যদিও, পরে এলাকার বাসিন্দা ও দলের কর্মীদের সহায়তায় মৃতের বাড়িতে পৌঁছান তিনি। কথা বলেন নিহতদের স্ত্রীদের সঙ্গেও। সেখানেই দাবি করেন, নিহত দুজন দলীয় সমর্থক। অভিযুক্ত পুলিশকর্মীর গ্রেপ্তারির দাবিও করেন অর্জুন সিং।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "এই রাজ্যে আইনের শাসন নেই। একজন পুলিশকর্মী সার্ভিস রিভলভার নিয়ে বাড়িতে আসছেন। যা করতে পারেন না। বাংলায় আইন ব্যবস্থা কোথায় গিয়েছে, বোঝাই যাচ্ছে।"
আজ পুলিশকে একহাত নিয়ে অর্জুন সিং বলেন, "আমি নিহতের পরিবারের সঙ্গে দেখা করব, সেটাও করতে দেবে না। আটকানো হচ্ছে আমাকে। পুলিশকে বলব, অবিলম্বে আসামীকে গ্রেপ্তার করতে হবে। মানুষের কাছে আবেদন, কোনওরকম অশান্তির মধ্যে যাবেন না।"