জগদ্দল, 9 ডিসেম্বর : সাত সকালে পাঁচিল চাপা পড়ে মৃত দুই ৷ ঘটনাটি উত্তর 24 পরগণার জগদ্দলের ৷ গুরুতর আহত অবস্থায় আরও দু’জনকে কল্যাণীর JNM হাসপাতালে ভরতি করা হয়েছে ৷
জগদ্দলে পাঁচিল ভেঙে মৃত 2 - two died and two seriously injured by breaking a boundary wall
জগদ্দলে পাঁচিল ভেঙে দুর্ঘটনা ৷ মৃত 2 জন ব্যক্তি, গুরুতর আহত আরও দু’জন ৷ দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকা কাঁকিনাড়া পেপার মিলের পাঁচিল ভেঙেই এই দুর্ঘটনা ঘটে ৷
জগদ্দলের আর্য সমাজ এলাকায় কাঁকিনাড়া পেপার মিলের বহু পুরোনো পাঁচিল ভেঙে এই দুর্ঘটনা ঘটে ৷ সকালবেলায় ওই মিলের পাশে দাঁড়িয়ে ছিলেন চার জন ৷ হঠাৎ করেই হুড়মুড়িয়ে ভেঙে পরে পাঁচিল ৷ চারজনই চাপা পড়েন ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় একজনের ৷ বাকি তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনেরাল হাসপাতালে ভরতি করা হয় । পরে তাঁদের কল্যাণী JNM-এ স্থানান্তরিত করা হয় ৷ সেখানেই মৃত্যু হয় আরও একজনের ৷ মৃতদের নাম নুর আলম (35) ও অজিত সাউ (28) ৷
দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে ছিল কাঁকিনাড়া পেপার মিল ৷ বারবার ধরে মিলের মালিক জগদীপ প্রসাদ চৌধুরিকে বলার পরও তিনি কোনও ব্যবস্থা নেননি বলে অভিযোগ ৷ তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা করা হবে বলে জানান ভাটপাড়া 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোহম চৌধুরি ৷ এলাকাবাসীর আশঙ্কা ওই পেপার মিল লাগোয়া একটি হাইস্কুল থাকায় বেলার দিকে ওই পাঁচিল ভেঙে পড়লে আরও বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত ৷ ঘটনাস্থানে জগদ্দল ও ভাটপাড়া থানার পুলিশবাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় ৷