পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Salt Lake Guest House Case: যুবকের দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার প্রেমিকা - সল্টলেকের গেস্টহাউজ থেকে যুবকের দেহ উদ্ধার

গেস্ট হাউজ থেকে উদ্ধার হয় যুবকের দেহ (Salt Lake Guest House Case) । মৃত্যু ঘিরে ঘনীভূত হয় একাধিক রহস্য । যুবকের গলায় ওড়নার ফাঁস লাগানো ছিল । প্রাথমিক তদন্তে জানা গিয়েছিল 2 মাস ধরে ভুয়ো নামে প্রেমিকার সঙ্গে ওই গেস্ট হাউজে থাকছিলেন । এই ঘটনায় দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তারা হল প্রেমিকা অনুশীলা চৌধুরী এবং তার ফেসবুক ফ্রেন্ড অরিজিৎ পাত্র ৷

Two Arrested in  body recovery case from Salt Lake Guest House
Two Arrested in body recovery case from Salt Lake Guest House

By

Published : Nov 5, 2022, 8:42 PM IST

বিধাননগর, 5 নভেম্বর: সল্টলেকের গেস্টহাউজ থেকে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার দু'জন (Two Arrested in body recovery case) ৷ গত বুধবার সল্টলেকের এফই ব্লকের গেস্ট হাউস থেকে রনি দত্ত নামে এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় । আজ এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে রনি দত্তের প্রেমিকা অনুশীলা চৌধুরী এবং অনুশীলার ফেসবুক ফ্রেন্ড অরিজিৎ পাত্রকে । তাদের গ্রেফতার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ । আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে ।

প্রসঙ্গত, বিধাননগর দক্ষিণ থানার অন্তর্গত একটি গেস্ট হাউজ থেকে পুলিশের কাছে বুধবার রাতে ফোন আসে ৷ গেস্ট হাউজ থেকে পুলিশকে জানানো হয়, একটি ঘরের মধ্যে থেকে প্রচণ্ড চিৎকার হচ্ছে ৷ এর জন্য অন্য অতিথিদের সমস্যা হচ্ছে । অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ । দরজায় ধাক্কা দিলে ভিতর থেকে বিবস্ত্র অবস্থায় দরজা খুলে দেন এক যুবতী । পুলিশ ঘরে প্রবেশ করে দেখতে পায় ওই যুবক গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পড়ে রয়েছে । তড়িঘড়ি তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । অনুশীলাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ।

বৃহস্পতিবার রনির পরিবার বিধাননগর দক্ষিণ থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ দায়ের করে । সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে গেস্ট হাউজের কর্মীদের জিজ্ঞাসাবাদ করে ৷ তারা জানতে পারে ওই দিন রাতে আরও এক যুবক এসেছিল তাঁদের রুমে । সেই যুবকের খোঁজ করতে গিয়ে জানা যায় তিনি কোন্নগরের বাসিন্দা অরিজিৎ পাত্র । শুক্রবার তাকে ডেকে পাঠিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। অবশেষে রাতে গ্রেফতার করা হয় তাকে । আজ সকালে হাসপাতাল থেকে অনুশীলাকে থানায় নিয়ে আসা হয় ৷ অরিজিৎ ও অনুশীলাকে জিজ্ঞাসাবাদ করার পর তাকেও গ্রেফতার করা হয় (Salt Lake Guest House Case) ।

ধৃত যুবক অরিজিৎ পাত্র

আজ তাদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়েছে । জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, রনি দত্ত অনুশীলাকে খুব ভালোবাসতো । কিন্তু অনুশীলা তাঁকে ব্যবহার করত । বুধবার রাতে রনি অনুশীলা ও অরিজিৎকে আপত্তিজনক অবস্থায় দেখে ফেলেন । সেটা মেনে নিতে পারেননি রনি। এছাড়া ওই দিন দু'জনে মিলে রনিকে অপমান করে । গালিগালাজও করে বলে জানা গিয়েছে । সেই নিয়েই ব্যাপক চিৎকার চেঁচামেচি হয়। আর সেই অপমান সহ্য করতে না-পেরেই আত্মহত্যা করেন রনি দত্ত ।

সল্টলেকে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার প্রেমিকা ও তার ফেসবুক ফ্রেন্ড

আরও পড়ুন:সল্টলেকে গেস্টহাউজ থেকে উদ্ধার যুবকের মৃতদেহ ! পুলিশের ধাক্কায় দরজা খুললেন যুবতী

তবে এর পিছনে আরও কোনও রহস্য রয়েছে কি না, তা জানতে বিধাননগর মহকুমা আদালতে তুলে অভিযুক্তদের নিজেদের হেফাজতে চাইবে পুলিশ । অরিজিৎ পাত্রের দাবি, "আমি কিছু করিনি । সেদিন আমি গিয়েছিলাম ওই গেস্ট হাউজে ৷ 5 থেকে 7 মিনিট ছিলাম । সেদিন আমি শেষবার গিয়েছিলাম বলে আমাকে এরকমভাবে হেনস্থা করছে ৷ 2020 থেকে পরিচয় অনুশীলার সঙ্গে ৷ ফেসবুকে আলাপ হয়েছিল ।"

অনুশীলার দাবি, "আমি হাত ভেঙে পড়েছিলাম অজ্ঞান হয়ে । আমি জানি না কী হয়েছিল ।"

ABOUT THE AUTHOR

...view details