ব্যারাকপুর, 10 মে : তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের চেষ্টা । গ্রেপ্তার 2 । নাম তরুণ সিংহ ও দিলীপ বেরা । আর একজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ । ঠিক কী কারণে এই খুনের চেষ্টা তা খতিয়ে দেখছে পুলিশ ।
6 মে ব্যারাকপুর লোকসভা নির্বাচনে জগদ্দল বিধানসভার 66 নম্বর বুথে তৃণমূলের এজেন্ট হিসেবে কাজ করছিল রাজু সিং । তৃণমূলের দাবি, BJP-র সন্ত্রাস উপেক্ষা করে নির্বিঘ্নে ভোট করতে সাহায্য করছিল রাজু । তাই BJP-র দুষ্কৃতীদের আক্রোশ বাড়ছিল । 8 মে রাতে শ্যামনগর পিনকল মোড়ে 22 নম্বর রেলগেটের কাছে তৃণমূল কার্যালয়ের সামনে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিল রাজু । সেসময় তিন দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথারি কোপাতে শুরু করে । স্থানীয় বাসিন্দারা ছুটে এলে দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায় । রক্তাক্ত অবস্থায় রাজুকে প্রথমে ব্যারাকপুর B N বোস হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয় । বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা ।