পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের চেষ্টা, গ্রেপ্তার 2 - barackpur

ব্যারাকপুর লোকসভা নির্বাচনের জন্য কর্মরত তৃণমূল কর্মী রাজু সিংকে কুপিয়ে খুন করার চেষ্টা করে তিনজন দুষ্কৃতী । তাদের মধ্যে দু'জনকে আজ গ্রেপ্তার করে পুলিশ । BJP-ই এর সঙ্গে জড়িত বলে অভিযোগ তৃণমূলের ।

গ্রেপ্তার দুই দুষ্কৃতী

By

Published : May 10, 2019, 8:04 PM IST

Updated : May 10, 2019, 8:29 PM IST

ব্যারাকপুর, 10 মে : তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের চেষ্টা । গ্রেপ্তার 2 । নাম তরুণ সিংহ ও দিলীপ বেরা । আর একজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ । ঠিক কী কারণে এই খুনের চেষ্টা তা খতিয়ে দেখছে পুলিশ ।

6 মে ব্যারাকপুর লোকসভা নির্বাচনে জগদ্দল বিধানসভার 66 নম্বর বুথে তৃণমূলের এজেন্ট হিসেবে কাজ করছিল রাজু সিং । তৃণমূলের দাবি, BJP-র সন্ত্রাস উপেক্ষা করে নির্বিঘ্নে ভোট করতে সাহায্য করছিল রাজু । তাই BJP-র দুষ্কৃতীদের আক্রোশ বাড়ছিল । 8 মে রাতে শ্যামনগর পিনকল মোড়ে 22 নম্বর রেলগেটের কাছে তৃণমূল কার্যালয়ের সামনে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিল রাজু । সেসময় তিন দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথারি কোপাতে শুরু করে । স্থানীয় বাসিন্দারা ছুটে এলে দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায় । রক্তাক্ত অবস্থায় রাজুকে প্রথমে ব্যারাকপুর B N বোস হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয় । বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা ।

ভাটপাড়া পৌরসভার উপ পৌরপ্রধান সোমনাথ তালুকদার বলেন, "রাজনীতির দৈন অবস্থা BJP-র । দৈন অবস্থারই প্রতিফলন এটা । নির্বাচন যুদ্ধে মানুষ স্বতঃস্ফূর্তভাবে মমতা ব্যানার্জির উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে । সমস্ত রাজনৈতিক দল, সাধারণ মানুষ সেটা বুঝতে পেরেছে । এই অবস্থার জন্যই এই ধরনের জঘন্য আক্রমণ করা হচ্ছে ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

BJP অভিযোগ অস্বীকার করেছে । BJP নেতা অর্জুন সিং বলেন, "ওখানে গোপাল মস্তানের ছেলে ডন, টি বি গণেশ এদেরকে আনিয়ে এই গন্ডগোল করানো হয়েছে । তাদেরকে গ্রেপ্তার করছে না । বহাল তবিয়তে নোয়াপাড়া থানা প্রোটেকশন দিয়ে রেখেছে । যাতে আগামী দিন এই ভোটটাকে আবার চেক করা যেতে পারে ।"

ব্যারাকপুর সাংগঠনিক জেলার BJP-র সভানেত্রী ফাল্গুনী পাত্র বলেন, "সব জায়গায় অভিযোগের তির ওরা BJP-র দিকে দিচ্ছে । ওরা গোষ্ঠীদ্বন্দ্বে পুরোপুরি জর্জরিত । আমরা চাই যে দোষী সে সাজা পাক । প্রশাসন নিরপেক্ষভাবে দোষীদের খুঁজে বার করুক ।"

Last Updated : May 10, 2019, 8:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details