পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

যশ বিধ্বস্ত সন্দেশখালি পরিদর্শনে আসছেন অভিষেক - সুন্দরবন

যশ বিধ্বস্ত উত্তর 24 পরগনার সুন্দরবনের সন্দেশখালি ও হিঙ্গলগঞ্জের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসবেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে প্রশাসনিক কর্তাদের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি, লঞ্চে করে ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে দুর্গতদের সঙ্গে কথাও বলবেন তিনি ৷

trinamool-youth-president-abhishek-banerjee-visits-cyclone-yaas-devastated-sandeshkhali-in-north-24-pargana
যশ বিধ্বস্ত সন্দেশখালি পরিদর্শনে তৃণমূল যুব’র সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়

By

Published : Jun 2, 2021, 3:04 PM IST

Updated : Jun 2, 2021, 4:08 PM IST

সন্দেশখালি, 2 জুন : যশের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বসিরহাট মহকুমার সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল । প্লাবিত হয়েছে সুন্দরবনের হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি 1 ও 2 নম্বর ব্লক সহ ছ’টি ব্লক ৷ রায়মঙ্গল, বিদ্যাধরী, কালিন্দী, ইছামতি সহ ছোট-বড় প্রায়ই সমস্ত নদী বাঁধ ভেঙে গিয়েছে । যার ফলে বানভাসি হয়েছেন কয়েক হাজার মানুষ । প্রায় 45 হাজার হেক্টর জমির কৃষি ফসল নষ্ট হয়েছে । বহু মাছের ভেড়ি নষ্ট হয়েছে । প্রচুর নোনাজলে প্রচুর মাছ মরে গিয়েছে ৷ জলে ভাসছে একের পর গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে দরমা ও মাটির কাঁচাবাড়ি । সময় যত গড়াচ্ছে তত ক্ষতির পরিমাণ বাড়ছে । এই অবস্থায় ঘূর্ণিঝড় যশে বিধ্বস্ত সুন্দরবনের সন্দেশখালি এবং হিঙ্গলগঞ্জের পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার আসছেন তৃণমূল যুবর সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

সুন্দরবনের সন্দেশখালির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন তিনি । প্রথমে সন্দেশখালির ধামাখালি মাঠে হেলিকপ্টারে নামবেন তৃণমূল যুবর সভাপতি । সেখান থেকে লঞ্চে করে নদীপথে ক্ষতিগ্রস্ত নদীবাঁধ পরিদর্শন করবেন অভিষেক । পাশাপাশি বেশ কয়েকটি বানভাসি এলাকায় গিয়ে দুর্গতদের নিজে হাতে ত্রাণ বিলি করার পরিকল্পনা রয়েছে তাঁর ।

যশ বিধ্বস্ত সন্দেশখালি পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন : ঝড় থামতেই ডায়মন্ড হারবারে অভিষেক, খতিয়ে দেখলেন পরিস্থিতি

এদিকে, অভিষেক বন্দোপাধ্যায়ের সফর উপলক্ষে উত্তর 24 পরগনার সন্দেশখালিতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে । বুধবার সকাল থেকেই জোর তৎপরতা শুরু হয়েছে জেলা তৃণমূলের মধ্যেও ৷ সকালেই তৃণমূল যুব কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক সুরজিৎ মিত্র, সন্দেশখালি বিধানসভার তৃণমূলের কনভেনার শেখ শাহজাহান, স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো, জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরা সহ প্রশাসনের আধিকারিকরা এলাকা পরিদর্শন করেছেন ।

সন্দেশখালির পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় যশ বিধ্বস্ত দক্ষিণ 24 পরগনাতেও যান । সেখানে ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া দুর্গতদের সঙ্গে কথাও বলেন তিনি ৷

Last Updated : Jun 2, 2021, 4:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details