পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অশোকনগরে গড়ে উঠতে পারে প্রাকৃতিক গ্যাস উত্তোলন কেন্দ্র - crude oil

মিলেছে একইসঙ্গে প্রাকৃতিক গ্যাস ও খনিজতেল । তাই উত্তর 24 পরগনার অশোকনগরে প্রাকৃতিক গ্যাস উত্তোলন কেন্দ্র গড়তে চলেছে ONGC ৷ রাজ্য সরকারের কাছে মোট 15 একর জমি চেয়েছে ONGC ৷ রাজ্য সরকারের তরফে প্রাথমিক পর্যায়ে 4 একর জমি দেওয়া হয়েছে ৷ বাকি জমি নিয়ে ভাবনা-চিন্তা চলছে ৷

tresses of natural gas and crude oil at ashok nagar
অশোকনগর

By

Published : Dec 4, 2019, 5:03 PM IST

Updated : Dec 4, 2019, 7:50 PM IST

অশোকনগর, 4 ডিসেম্বর : মিলেছে একইসঙ্গে প্রাকৃতিক গ্যাস ও খনিজতেল । তাই উত্তর 24 পরগনার অশোকনগরে প্রাকৃতিক গ্যাস উত্তোলন কেন্দ্র গড়তে চলেছে ONGC৷ ইতিমধ্যে কাজও শুরু হয়েছে । বড় প্রকল্প গড়তে রাজ্য সরকারের কাছে মোট 15 একর জমি চেয়েছে ONGC ৷ রাজ্য সরকারের তরফে প্রাথমিক পর্যায়ে 4 একর জমি দেওয়া হয়েছে ৷ বাকি জমি নিয়ে ভাবনা-চিন্তা চলছে ৷

অশোকনগর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের বাইগাছি এলাকায় মিলেছে প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেলের ভাণ্ডারের সন্ধান । হাবড়া-নৈহাটি রাজ্য সড়কের পাশে ওই জায়গায় ONGC গবেষণাও শুরু করেছে । গত পাঁচ বছর অস্থায়ী ক্যাম্প করে গবেষণার পর আশাবাদী ONGC কর্তৃপক্ষ । ভূগর্ভে মিলেছে মিথেন-সহ অন্যান্য গ্যাস ও খনিজ তেল । এখন সেখানে প্রাকৃতিক গ্যাস উত্তোলন কেন্দ্র গড়তে চাইছে ONGC ৷ যার জন্য রাজ্য সরকারের কাছে ONGC মোট 15 একর জমি চেয়েছে । প্রাথমিকভাবে গবেষণার জন্য রাজ্য সরকারের তরফে 4 একর জমি দেওয়া হয়েছে । বাকি 11 একর জমি দেওয়ারও প্রস্তুতি শুরু হয়েছে । ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে অশোকনগরের বাইগাছিতে জমি পরিদর্শন হয়ে গেছে । এখন শুধু অপেক্ষা রাজ্যের সবুজ সংকেতের ।

স্থানীয় বাসিন্দারাও চাইছেন গড়ে উঠুক খনিজতেল উত্তোলন কেন্দ্র ৷ তাহলে বাড়বে কর্মসংস্থান ৷ স্থানীয় বাসিন্দা নুর আলম বলেন, "আমরাও চাই এখানে গড়ে উঠুক নতুন গ্যাস উত্তোলন কেন্দ্র । তাতে বেকার ছেলে-মেয়েরা কাজের সুযোগ পাবে । আমরা খুশি ।"

দেখুন ভিডিয়ো...

অন্যদিকে এ প্রসঙ্গে অশোকনগরের পৌরপ্রধান প্রবোধ সরকার জানান, বাইগাছিতে খনিজতেলের সন্ধান মিলেছে । ONGC-র পক্ষ থেকে জানানো হয়েছে এখানে যে পরিমাণ গ্যাস ও তেল পাওয়া যাবে, তাতে আগামী 50 বছর ধরে গ্যাস ও খনিজতেল উত্তোলন করে শেষ করা যাবে না । ONGC আশাবাদী ৷ মোট 15 একর জমি রাজ্য সরকারের কাছে চাওয়া হয়েছে ৷ তিনি আরও বলেন, "আমরা প্রাথমিক পর্যায়ে চার একর জমি দিয়েছি । বাকি জমির ব্যাপারে ভাবনাচিন্তা চলছে । এখানে খনিজতেল ও গ্যাস উত্তোলন কেন্দ্র হলে প্রচুর অনুসারী শিল্প গড়ে উঠবে । কর্মসংস্থানও বাড়বে । বদলে যাবে অশোকনগরের আর্থ-সামাজিক পরিস্থিতি ৷"

তবে জমি দেওয়া নিয়ে স্থানীয় কৃষকদের একাংশের মধ্যে অসন্তোষ রয়েছে । আজ হাবড়া-নৈহাটি রোডে পথ অবরোধও করেন তারা ৷ যদিও পৌরসভার বক্তব্য অবরোধকারী কৃষকদের সংশ্লিষ্ট এলাকায় কোনও জমি নেই । তারা সেখানে দখলদারি করে চাষবাস করত।

Last Updated : Dec 4, 2019, 7:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details