স্বরূপনগর, 26 মার্চ : লকডাউনে আইন অমান্যকারীদের আইনের পাঠ পড়াতে গিয়ে নিজেই হাতে আইন তুলে নিলেন BDO ৷ উত্তর 24 পরগনার স্বরূপনগরের ঘটনা ৷
লকডাউন কার্যকর করতে আজ নিজেই সিভিল ডিফেন্সের কর্মীদের সঙ্গে নিয়ে রাস্তায় নেমেছিলেন স্বরূপনগরের BDO বিপ্লব বিশ্বাস ৷ রাস্তায় এক সাইকেল আরোহীর দিকে তাঁকে লাঠি উঁচিয়ে মারার ভঙ্গিতে এগিয়ে যেতে দেখা যায় ৷ একজন উচ্চপদস্থ আধিকারিকের এহেন আচরণ নিয়ে বিতর্ক দানা বেঁধেছে ৷ প্রশ্ন উঠেছে একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসার কীভাবে হাতে লাঠি নিতে পারেন ৷
আইন অমান্যকারীদের পাঠ পড়াতে গিয়ে আইন হাতে তুলে নিলেন BDO এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক জেলার এক পদস্থ আধিকারিক বলেন, " কোনও BDO এমন করতে পারেন না । আত্মরক্ষার প্রয়োজনে তিনি লাঠি হাতে নিতে পারেন । তবে সে রকম পরিস্থিতি তৈরি হলে তবেই । না হলে তিনি পুলিশকে বলতে পারেন । লকডাউনে কেউ আইন ভাঙলে সেটাও তিনি পুলিশকে দিয়ে ব্যবস্থা নিতে পারেন । কিন্তু নিজে কখনই তা করতে পারেন না ।'
যদিও BDO বিপ্লব বিশ্বাসের সাফাই, তিনি কাউকে মারধর করেননি । জনতাকে লাঠির মাপে নির্দিষ্ট দূরত্বে দাঁড়ানোর কথা বোঝানোর জন্য লাঠি নিয়ে রাস্তায় বেরিয়েছিলেন ।