পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফের অশান্তি ভাটপাড়ায়, শাসকের গোষ্ঠীকোন্দলে ভাটপাড়ায় গুলিবিদ্ধ যুব নেতা - ভাটপাড়া

ফের চলল গুলি ভাটপাড়ায় ৷ অল্পের রক্ষা পেলেন যুব তৃণমূল নেতা ৷ গুলি আঙুল ছুঁয়ে বেরিয়ে যায় ৷ নেপথ্যে দলীয় গোষ্ঠীকোন্দল ৷ সোমবার রাতে ঘটে ঘটনাটি ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ভাটপাড়ায় যুব তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি
ভাটপাড়ায় যুব তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি

By

Published : Jul 27, 2021, 3:53 PM IST

কলকাতা, 27 জুলাই : ফের শু্যটআউট ভাটপাড়ায় । তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে গুলিবিদ্ধ হলেন যুব নেতা । তবে রক্ষে হল অল্পের জন্য ৷ ঘটনায় এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে । তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ । তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করতে পারেনি পুলিশ ।

সোমবার রাতে ভাটপাড়া পুরসভার 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি চন্দন দাসকে লক্ষ্য করে গুলির চালানোর অভিযোগ ওঠে তাঁর দলেরই লোকের বিরুদ্ধে ৷ অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও ডান হাতের আঙুলে গুলি লাগে তাঁর । ঘটনায় এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে । তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ । তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করতে পারেনি পুলিশ ।

চন্দনের অভিযোগ, দলের সৎ লোকজন এই ঘটনা ঘটাতে পারে না । এই ঘটনা যারা ঘটিয়েছে তারা এলাকায় তোলাবাজি ও এলাকা দখলের জন্য এধরনের ঘটনা ঘটিয়েছে । গতকাল রাতে বাড়ির কাছেই হঠাৎই গুলি চালায় । গুলি হাতের আঙুল ছুঁয়ে বেরিয়ে যায় ।

2019 লোকসভা নির্বাচনের পর থেকে ভাটপাড়া, জগদ্দল তথা বারাকপুর জুড়ে রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা বারবার উঠে এসেছে । 2021 বিধানসভা নির্বাচনের পরেও তার রাস যায়নি ।

আরও পড়ুন : পৌরসভার কম্পাউন্ডে কর্মীকে লক্ষ্য করে গুলি, উত্তেজনা ভাটপাড়ায়

ABOUT THE AUTHOR

...view details