পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মতুয়াদের নিয়ে ধরনায় তৃণমূল, "জানেন না" মমতাবালা

নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় মতুয়া মহাসংঘের নামে আজ থেকে ধরনা শুরু করেছে তৃণমূল । অথচ সেই কর্মসূচিতে নেই মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর । এই কর্মসূচি যে মতুয়াদের নিয়ে, তা তিনি জানেন না বলে দাবি মমতাবালার । তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়ে দেন, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকই এবিষয়ে ভালো বলতে পারবেন ।

Mamatabala
মমতাবালা ঠাকুর

By

Published : Dec 10, 2019, 6:52 PM IST

Updated : Dec 10, 2019, 9:41 PM IST

ঠাকুরনগর, 10 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় মতুয়া মহাসংঘের নামে আজ থেকে ধরনা শুরু করেছে তৃণমূল । অথচ সেই কর্মসূচিতে নেই মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর । এই কর্মসূচি যে মতুয়াদের নিয়ে, তা তিনি জানেন না বলে দাবি মমতাবালার । তাঁকে জিজ্ঞাসা করা হলে জানিয়ে দেন, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকই এবিষয়ে ভালো বলতে পারবেন ।

লোকসভায় গতকাল মধ্যরাতে পাশ হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল । এই বিলের বিরোধিতায় দেশের বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি । আজ কলকাতার গান্ধিমূর্তির পাদদেশে মতুয়া মহাসংঘের তরফেও তৃণমূল ধরনা শুরু করেছে । কিন্তু সেই কর্মসূচিতে নেই মতুয়া মহাসংঘের সভাধিপতি মমতাবালা ঠাকুর । এবিষয়ে মমতাবালা ঠাকুর বলেন, "খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ভালো বলতে পারবেন । তাঁকে জিজ্ঞাসা করুন । এটা রাজনৈতিকভাবে করা হচ্ছে । মতুয়া মহাসংঘের তরফে আমরা এবিষয়ে জানি না । গতকাল আমাকে খাদ্যমন্ত্রী ফোন করেছিলেন । তিনি জানান, ধরনায় বসা হচ্ছে । আমাকে আসতে বলেছিল । কিন্তু আমার শরীর খারাপ থাকায় আমি জানিয়ে দিই যে, ধরনায় অংশ নিতে পারব না । তারপর আমাকে কয়েকজন মতুয়াকে পাঠাতে বলেছিল । এইটুকুই ওঁর সঙ্গে আমার কথা হয়েছে । কিন্তু এই ধরনা যে মতুয়া মহাসংঘের তরফেই করা হচ্ছে তা মতুয়া মহাসংঘের সম্পাদক ও সভাপতি কেউই জানে না । "

মতুয়াদের নিয়ে তৃণমূলের ধরনা প্রসঙ্গে কী বললেন মমতাবালা ? ভিডিয়োয় শুনুন...
বনগাঁ লোকসভা এলাকায় তৃণমূলের রাজনৈতিক জমি পুনরুদ্ধারের জন্য সম্প্রতি 25 জনের একটি কমিটি গঠন করেছে দল । তাতেও নাম নেই মমতাবালা ঠাকুরের । এই নিয়ে তিনি বলেন, "আমাকে কেন কমিটিতে রাখা হয়নি জানি না । আমি কাগজে পড়ে জানতে পেরেছি যে মতুয়াদের নিয়ে না কি নতুন একটা কমিটি গঠন করা হয়েছে । আমাকে কেন ওরা রাখেনি সেটা ওরাই ভালো বলতে পারবে ।"

প্রসঙ্গত, লোকসভা ভোটে বনগাঁ থেকে তৃণমূলের তরফে দাঁড়িয়েছিলেন মমতাবালা ঠাকুর । কিন্তু নির্বাচনে হেরে যান তিনি । জয়লাভ করে BJP প্রার্থী তথা ঠাকুরবাড়ির অন্য আর এক সদস্য শান্তনু ঠাকুর । প্রশ্ন উঠছে, লোকসভায় হারের জেরে কি দলের সঙ্গে দূরত্ব বাড়ছে মমতাবালার ?

Last Updated : Dec 10, 2019, 9:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details