বারাসত, 4 জুলাই : বাসের ভাড়া বাড়ানোর জন্য দীর্ঘদিন ধরে সরব বেসরকারি বাস সংগঠনগুলি । তবে তাতে এখনও সাড়া দেয়নি রাজ্য সরকার । উল্টে, বাস ভাড়া বাড়ানোর বিপক্ষেই পরিবহণ দফতর ।এতদিন যে সুর শোনা যেত বেসরকারি বাস সংগঠনগুলির তরফে, এখন সেই সুরই শোনা যাচ্ছে শাসকদলের বিধায়কের গলাতে । এবার বারাসতের বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী বাসভাড়া বৃদ্ধির পক্ষে সওয়াল করলেন । বললেন, "জ্বালানির দাম যেভাবে বাড়ছে, তাতে বাসের ভাড়া বাড়ানোই উচিত ।"
করোনার দ্বিতীয় ঢেউয়ের দেড় মাসের মাথায় সরকারি নির্দেশিকা মেনে বাস পরিষেবা শুরু হয়েছে ঠিকই । তবে পেট্রল, ডিজ়েলের দামবৃদ্ধির জেরে অনেক জায়গাতে বেসরকারি বাস এখনও রাস্তায় নামেনি । যার জেরে দুর্ভোগ বেড়েছে আমজনতার । সরকারি বাস দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হলেও তা প্রয়োজনের তুলনায় অতি নগন্য । তার ফলই পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে ।
যদিও এই নিয়ে পরিবহণ দফতর কড়া মনোভাব নিলেও বেসরকারি বাস মালিক ও সংগঠনগুলির তরফে স্পষ্টত জানানো হয়েছে, জ্বালানির দাম যেভাবে লাগাতার বেড়ে চলেছে, তাতে রাস্তায় বাস নামানোই দায় হয়ে পড়েছে । লাভের চেয়ে বরং তাদের লোকসান হচ্ছে বেশি । এই অবস্থায় বাসভাড়া বৃদ্ধি ছাড়া আর কোনও উপায় দেখছে না বেসরকারি বাস সংগঠনগুলি ।
বাসের ভাড়া বাড়ানোর পক্ষে সওয়াল করলেন চিরঞ্জিত চক্রবর্তী আরও পড়ুন : দেখা নেই বেসরকারি বাসের, ভাড়া বাড়াতে মরিয়া বাস মালিকরা
তবে তাতে সরকারের সাড়া মিলবে কিনা, তা নিয়ে প্রশ্ন থাকলেও এবার বেসরকারি বাস সংগঠনগুলির পাশে দাঁড়ালেন তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী । রবিবার বারাসতের হৃদয়পুরে দলীয় উদ্যোগে আয়োজিত এক রক্তদান শিবিরে যোগ দেন তিনি । সেখানেই এক প্রশ্নের উত্তরে চিরঞ্জিত বলেন, "বাসভাড়া অবশ্যই বাড়ানো দরকার । জ্বালানির দাম যেভাবে বেড়ে চলেছে তাতে বাসের ভাড়া বাড়ানো উচিত । নিশ্চয় কোনও ব্যবস্থা হবে ।"