পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Chiranjeet Chakraborty: ঠগ বাছতে গাঁ উজাড় হয়ে যাবে, রাজ্য সরকারের দুর্নীতি প্রসঙ্গে দলের অস্বস্তি বাড়ালেন চিরঞ্জিত

দলের দুর্নীতি প্রসঙ্গে মুখ খুললেন তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet Chakraborty)৷ কী বললেন তিনি ?

ETV Bharat
তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী

By

Published : Dec 19, 2022, 7:48 AM IST

Updated : Dec 19, 2022, 7:15 PM IST

রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতি প্রসঙ্গে তৃণমূল বিধায়ক চিরঞ্জিতের বক্তব্য

বারাসত, 19 ডিসেম্বর: দুর্নীতি ইস্যুতে এবার রাজ্যের তৃণমূল সরকারের অস্বস্তি বাড়ালেন দলেরই তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী (TMC MLA Chiranjeet Chakraborty Speaks on State Govt Corruption Issue)। পশ্চিমবঙ্গ টিচার্স অ্যাসোসিয়েশনের এক আলোচনা সভায় যোগ দিতে রবিবার বারাসত কলেজে আসেন তৃণমূল বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী । সেখানেই দুর্নীতি নিয়ে তিনি বলেন,"আবাস যোজনায় দুর্নীতি হোক কিংবা শিক্ষাক্ষেত্রে অনিয়ম, সবেরই প্রেক্ষাপট কিন্তু আলাদা । কেউ যদি ব‍্যক্তিগতভাবে কোনও অন‍্যায় অথবা দুর্নীতি করে থাকে সেটা সরকারের সামগ্রিক দোষ হতে পারে না । এটা সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্তদের নিজস্ব ব‍্যাপার । আসলে এর মূলে রয়েছে লোভ । সুবিধাবাদী কিছু লোক তো থাকবেই ৷ যাদের শুধু আরও চাই । এই বিষয়টি আমাকে খুব পীড়া দেয় । খারাপ লাগে ।"

এদিন তিনি আরও বলেন,"দুর্নীতি রুখতে গিয়ে সরকারের ঠগ বাজতে গা উজাড় হবে । ভুল লোককে দায়িত্ব দেওয়া হয়েছে তো অবশ্যই । তা না হলে শিক্ষাক্ষেত্রে বেআইনি নিয়োগ হতে পারে ? দলের অভ‍্যন্তরে ভুলভ্রান্তি তো অবশ্যই আছে ৷ সেই ভুলভ্রান্তি প্রতিনিয়ত কাটিয়ে উঠতে হবে । মানুষ মাত্রই ভুল হয় । ভুল সংশোধন করে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে । যা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও বারবার বলছেন । এটা খুব ভালো দিক । আমি তো চাই, সরকার পদ্ধতি মেনে সঠিকভাবে চলুক । কিন্তু সেটা হচ্ছে না । এই আর কী ৷"

আরও পড়ুন :ইচ্ছাকৃতভাবে আবাস যোজনা তালিকায় ঢোকানো হয়েছে বাবার নাম, বিতর্কের মুখে সাফাই নিশীথের

Last Updated : Dec 19, 2022, 7:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details