পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Minakhan Bomb Blast Case: মিনাখাঁ বোমা বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার তৃণমূল কর্মীর ভাই

মিনাখাঁ বোমা বিস্ফোরণকাণ্ডে (Minakhan Bomb Blast Case) এ বার পুলিশের জালে তৃণমূল কর্মীর ভাই (TMC Leader Brother Arrested)। অভিযুক্তদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রুজু করেছে পুলিশ ।

বোমা
মিনাখাঁ

By

Published : Nov 18, 2022, 4:14 PM IST

বসিরহাট, 18 নভেম্বর: মিনাখাঁ বোমা বিস্ফোরণকাণ্ডে (Minakhan Bomb Blast Case) পুলিশের জালে ধৃত তৃণমূল কর্মীর ভাই আবুল ছাত্তার গাইন (TMC Leader Brother Arrested)। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন তিনি । শুক্রবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি দল হানা দেয় বসিরহাটে । সেখানেই একটি গোপন আস্তানা থেকে হাতেনাতে ধরা হয় পলাতক অভিযুক্তকে । এর আগে বোমা বিস্ফোরণকাণ্ডে প্রধান অভিযুক্ত তথা তৃণমূল কর্মী আবুল হোসেন গাইনকে গ্রেফতার করেছিল মিনাখাঁ থানার পুলিশ । এ বার গ্রেফতার হলেন তাঁর ভাইও । পুলিশ সূত্রে খবর, এখনও ধৃত আবুল হোসেনের পরিবারের কয়েকজন পলাতক রয়েছেন । তাঁদের খোঁজেও তল্লাশি চলছে । অভিযুক্তদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রুজু হয়েছে (North 24 Parganas news)।

বুধবার ভর সন্ধ্যায় বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে মিনাখাঁর চাঁপালি পঞ্চায়েতের বকচোরা গ্রামের আশপাশ । বিস্ফোরণে ঘটনাস্থলেই প্রাণ হারায় ঝুমা খাতুন নামে এক নাবালিকা । আহত হন আরও দু'জন । ঝুমা তার মামার বাড়িতে বেড়াতে এসেছিল আত্মীয়দের সঙ্গে । সেই বাড়িতে মামা আবুল হোসেন গাইনের মজুত রাখা বোমায় হাত পড়তেই বিস্ফোরণে ছিটকে যায় আট বছরের শিশুকন্যা । বোমার আঘাতে ঝলসে যায় তার শরীর ।হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি নাবালিকাকে ।

ঘটনার পরপরই গ্রামের বাড়ি ছেড়ে বেপাত্তা হয়ে যান অভিযুক্ত আবুল হোসেন ও তাঁর পরিবারের বাকি সদস্যরা । তারপর থেকেই চিরুনি তল্লাশি চলছিল পলাতক অভিযুক্তদের খোঁজে । ঘটনার দিন রাতেই বকচোরার পাশের গ্রাম থেকে পাকড়াও করা হয় বিস্ফোরণকাণ্ডের প্রধান অভিযুক্ত আবুল হোসেন গাইনকে । তার ঠিক দু-দিনের মাথায় পুলিশের হাতে ধরা পড়লেন তাঁর ভাই আবুল ছাত্তার গাইন ।

আরও পড়ুন:মিনাখাঁ বোমা বিস্ফোরণকাণ্ডে সিপিএমের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা

ধৃতের রাজনৈতিক পরিচয় জানা না গেলেও তাঁর দাদা আবুল হোসেন এলাকায় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত । যা ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে শাসক এবং বিরোধী শিবিরের মধ্যে । পঞ্চায়েত ভোটের আগে মিনাখাঁ থানা এলাকা থেকে বেআইনি বোমা-বন্দুক উদ্ধারের দাবিতে বৃহস্পতিবারই পথে নেমে পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছে সিপিএম । একই দাবি তুলে সরব হয়েছে অন‍্যান‍্য বিরোধী রাজনৈতিক দলও । ফলে এই নিয়ে চাপ বাড়ছে পুলিশের উপর ।

যদিও পুলিশের এক কর্মী জানিয়েছেন, "বেআইনি বোমা-বন্দুক উদ্ধার করতে সবসময় তাঁরা তৎপর রয়েছেন । বিস্ফোরণের ঘটনার পর ওই তৃণমূল কর্মীর বাড়ি থেকেও বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে । আর কোথাও বোমা লুকিয়ে রাখা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷"

এ দিকে, ধৃত আবুল ছাত্তার গাইনকে শুক্রবার দুপুরে বসিরহাট মহকুমা আদালতে পেশ করেছে মিনাখাঁ থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details