দমদম, 26 জুন : CPI(M)-কে কুকুরের দল ও নেতা কর্মীদের কুকুর বলে বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক ব্রাত্য বসু । তাঁর বক্তব্য, CPI(M) নেতা কর্মীরাই রাজ্যে সন্ত্রাস চালাচ্ছে । দমদমের ফোয়ারা মোড়ে ক্লাব সমন্বয় সমিতির অনুষ্ঠানে এই মন্তব্য করেন ব্রাত্য বসু ।
CPI(M) ডাল কুত্তার দল : ব্রাত্য বসু - DUMDUM
CPI(M) কুকুরের দল । এমনই মন্তব্য করলেন দমদমের তৃণমূল বিধায়ক ব্রাত্য বসু । তিনি আরও বলেন, CPI(M) ই গলায় গেরুয়া ফেটি পরে রাজ্যে সন্ত্রাস চালাচ্ছে ।
গতকাল মন্ত্রী ব্রাত্য বসু বলেন, "CPI(M) ডাল কুত্তার দল । আজকে গলায় গেরুয়া ফেটি পরে পাড়ায় পাড়ায় সন্ত্রাস চালানোর চেষ্টা করছে। তাদের এই হার্মাদদের, CPI(M) ডাল কুত্তাদের আপনারা অনুগ্রহ করে ক্ষমা করবেন না। আপনারা জেনে রাখবেন, পশ্চিমবঙ্গের শান্তিময় এবং যে সাংস্কৃতিক পরিবেশ আছে তারা তা অশান্ত করার চেষ্টা চালাচ্ছে। আগামী দিনে মানুষ তাদের ক্ষমা করবে না। একটা ভোটে খারাপ রেজ়াল্ট হয় । গণতন্ত্রের জয় পরাজয় আছে এটা আমাদের সমান স্পিরিটে নিতে হবে। জয় পরাজয় আমাদের শিক্ষা দেবে ।"
ব্রাত্য বসুর মন্তব্যের কড়া সমালোচনা করেছে CPI(M) । উত্তর দমদমের CPI(M) বিধায়ক তন্ময় ভট্টাচার্য বলেন, " ব্রাত্য আমার বন্ধু, এই রুচি বোধটা ওর কাছ থেকে আমার প্রত্যাশিত ছিল না । ব্রাত্যর বাবা প্রয়াত শ্রদ্ধেয় বিষ্ণু বসুও সারাজীবন CPI(M) করেছেন। " সেই নিয়ে ব্রাত্য কী বলবেন বলে প্রশ্ন তোলেন এই CPI(M) বিধায়ক ।