ভাটপাড়া, 13 এপ্রিল : ভাটপাড়া পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারপার্সন নির্বাচিত হলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের মা রেবা রাহা ৷ বোর্ড গঠনের প্রক্রিয়ায় অংশই নেননি অধিকাংশ কাউন্সিলররা ৷ আর এই ঘটনাকে ঘিরে প্রকাশ্যে ভাটপাড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব (TMC Inner Clash in Bhatpara Municipality Over Chairman Election) ৷ প্রথমবার কাউন্সিলর নির্বাচিত হওয়া রেবা রাহাকে চেয়ারম্যান করায় ভাটপাড়ার ঘোষপাড়া রোড অবরোধ করে তৃণমূলের একাংশ নেতা ও কর্মীরা ৷
জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের মা রেবা রাহা এবং এক তুতো ভাই মনোজ পান্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হন ৷ কিন্তু, তৃণমূল শীর্ষনেতৃত্বের ঘোষণা সত্ত্বেও একই পরিবার থেকে তিন জনপ্রতিনিধি হওয়ায় ক্ষোভ বাড়ে ভাটপাড়ায় শাসকদলের একাংশ নেতা-কর্মীদের মধ্যে ৷ দলের শীর্ষনেতৃত্বের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তোলে বিক্ষুব্ধরা ৷ তবে, এতদিন তা ভিতরে ভিতরেই ছিল ৷ ভাটপাড়ার পৌরবোর্ড গঠনকে কেন্দ্র করে সেই ক্ষোভ এবার প্রকাশ্যে ৷ জগদ্দলের বিধায়কের মা’কে চেয়ারপার্সন করায় রীতিমত ক্ষুব্ধ অধিকাংশ তৃণমূল কাউন্সিলর ৷ অভিযোগ বিধায়ক হওয়ার সুবাদে এবং শীর্ষনেতৃত্বের সঙ্গে যোগাযোগের সুযোগ নিয়ে ভাটপাড়ায় নিজের পরিবারের ক্ষমতা কায়েম করছেন সোমনাথ শ্যাম ৷
এ দিন ভাটপাড়া পৌরসভার বোর্ড গঠনের কর্মসূচিতে 35 জন কাউন্সিলরের মধ্যে হাতেগোনা কয়েকজনই উপস্থিত ছিলেন ৷ কারণ, সেখানে সোমনাথ শ্যামের মা তথা প্রথমবার কাউন্সিলর হওয়া রেবা রাহাকে চেয়ারপার্সন ঘোষণা করা হবে ৷ তাই বোর্ড গঠনের কর্মসূচিই বয়কট করেন তাঁরা ৷ ফলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারপার্সনের পদটিও দখল করেন রেবা রাহা ৷