পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Apr 13, 2022, 4:37 PM IST

ETV Bharat / state

TMC Inner Clash in Bhatpara : ভাটপাড়ায় পৌরবোর্ড গঠনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারপার্সন হলেন রেবা রাহা

ভাটপাড়া পৌরসভার বোর্ড গঠনকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব (TMC Inner Clash in Bhatpara Municipality Over Chairman Election) ৷ জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের মা রেবা রাহাকে চেয়ারপার্সন করায় বোর্ড গঠনের কর্মসূচিতে অংশ নিলেন না অধিকাংশ কাউন্সিলর ৷ আর তৃণমূলের একাংশ নেতা ও কর্মী প্রতিবাদে ভাটপাড়া থানার বাইরে বিক্ষোভও দেখালেন ৷

TMC Inner Clash in Bhatpara Municipality Over Chairman Election
TMC Inner Clash in Bhatpara Municipality Over Chairman Election

ভাটপাড়া, 13 এপ্রিল : ভাটপাড়া পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারপার্সন নির্বাচিত হলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের মা রেবা রাহা ৷ বোর্ড গঠনের প্রক্রিয়ায় অংশই নেননি অধিকাংশ কাউন্সিলররা ৷ আর এই ঘটনাকে ঘিরে প্রকাশ্যে ভাটপাড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব (TMC Inner Clash in Bhatpara Municipality Over Chairman Election) ৷ প্রথমবার কাউন্সিলর নির্বাচিত হওয়া রেবা রাহাকে চেয়ারম্যান করায় ভাটপাড়ার ঘোষপাড়া রোড অবরোধ করে তৃণমূলের একাংশ নেতা ও কর্মীরা ৷

জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের মা রেবা রাহা এবং এক তুতো ভাই মনোজ পান্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হন ৷ কিন্তু, তৃণমূল শীর্ষনেতৃত্বের ঘোষণা সত্ত্বেও একই পরিবার থেকে তিন জনপ্রতিনিধি হওয়ায় ক্ষোভ বাড়ে ভাটপাড়ায় শাসকদলের একাংশ নেতা-কর্মীদের মধ্যে ৷ দলের শীর্ষনেতৃত্বের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তোলে বিক্ষুব্ধরা ৷ তবে, এতদিন তা ভিতরে ভিতরেই ছিল ৷ ভাটপাড়ার পৌরবোর্ড গঠনকে কেন্দ্র করে সেই ক্ষোভ এবার প্রকাশ্যে ৷ জগদ্দলের বিধায়কের মা’কে চেয়ারপার্সন করায় রীতিমত ক্ষুব্ধ অধিকাংশ তৃণমূল কাউন্সিলর ৷ অভিযোগ বিধায়ক হওয়ার সুবাদে এবং শীর্ষনেতৃত্বের সঙ্গে যোগাযোগের সুযোগ নিয়ে ভাটপাড়ায় নিজের পরিবারের ক্ষমতা কায়েম করছেন সোমনাথ শ্যাম ৷

এ দিন ভাটপাড়া পৌরসভার বোর্ড গঠনের কর্মসূচিতে 35 জন কাউন্সিলরের মধ্যে হাতেগোনা কয়েকজনই উপস্থিত ছিলেন ৷ কারণ, সেখানে সোমনাথ শ্যামের মা তথা প্রথমবার কাউন্সিলর হওয়া রেবা রাহাকে চেয়ারপার্সন ঘোষণা করা হবে ৷ তাই বোর্ড গঠনের কর্মসূচিই বয়কট করেন তাঁরা ৷ ফলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারপার্সনের পদটিও দখল করেন রেবা রাহা ৷

ভাটপাড়ায় পৌরবোর্ড গঠনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারপার্সন হলেন রেবা রাহা

আরও পড়ুন : Arjun on By Election : রাষ্ট্রপতি শাসন ছাড়া বঙ্গে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, মন্তব্য অর্জুনের

ভাইস চেয়ারম্যান হয়েছেন দেবজ্যোতি ঘোষ ৷ তিনি বলেন, সব সিদ্ধান্ত সবার মন মতো নাই হতে পারে ৷ সময়ের সঙ্গে সবকিছু ঠিক হয়ে যাবে বলে জানান তিনি ৷ জগদ্দলের বিধায়ক তাঁর মায়ের চেয়ারপার্সন হওয়া নিয়ে বলেন, ‘‘প্রথমবার ভাটপাড়ার পৌরপ্রধান হিসেবে একজন মহিলা শপথ নিয়েছেন ৷’’ আর তাঁর মায়ের চেয়ারপার্সন হওয়া নিয়ে সোমনাথ শ্যাম বলেন, পুরো সিদ্ধান্তটাই তৃণমূলের তরফে নেওয়া হয়েছে, দীর্ঘ আলোচনা করে ৷ ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে বলে দাবি করেছেন সোমনাথ শ্যাম ৷

অন্যদিকে, রেবা রাহার চেয়ারপার্সন হওয়ার প্রতিবাদে ভাটপাড়া থানার সামনে বিক্ষোভ শুরু করে তৃণমূলের একাংশ নেতা ও কর্মী ৷ যার জেরে যানজট তৈরি হয় ৷ পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details