পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ছন্দে ফিরছে ভাটপাড়া, কাল পরিদর্শনে তৃণমূলের প্রতিনিধি দল - bjp

144 ধারা তুলে নিয়ে কাঁকিনাড়া যখন স্বাভাবিক ছন্দের পথে যাচ্ছে তখনই মানিকপীর এলাকায় বোমাবাজি চলল । যদিও দ্রুত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন । নামানো হয় RAF । এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ।

চেক তুলে দেওয়া হচ্ছে

By

Published : Jun 27, 2019, 5:48 AM IST

Updated : Jun 27, 2019, 6:44 AM IST

ব্যারকপুর, 27 জুন : ক্রমেই স্বাভাবিক ছন্দে ফিরছে কাঁকিনাড়া, ভাটপাড়া । খুলছে দোকানপাট, স্কুল । যদিও এরইমধ্যে ফের বোমাবাজির ঘটনায় তৈরি হল উত্তেজনা ।

144 ধারা তুলে নিয়ে কাঁকিনাড়া যখন স্বাভাবিক ছন্দের পথে যাচ্ছে তখনই মানিকপীর এলাকায় বোমাবাজি চলল । যদিও দ্রুত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন । নামানো হয় RAF । এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ।

এই সংক্রান্ত আরো খবর পড়ুন :RSS-এর লোক এনে BJP ভাটপাড়া জ্বালিয়েছে : মমতা

ব্যারাকপুর পুলিশ কমিশনারটের প্রধান মনোজ বর্মা জানিয়েছেন, মানিকপীরের বোমাবাজি ছাড়া এলাকা শান্তিপূর্ণ রয়েছে । পাশাপাশি এলাকার মানুষদের কোনওরকম গুজবে কান না দেওয়ার অনুরোধও জানিয়েছেন তিনি । বুধবার বিকেলে ভাটপাড়া, কাঁকিনাড়া এলাকায় ক্ষতিগ্রস্থ মানুষদের ক্ষতিপূরণ বাবদ চেক তুলে দেন মনোজ বর্মা । 309 জনকে এই চেক দেওয়া হয়েছে ।

এদিকে শুক্রবার ভাটপাড়া পরিদর্শনে যাওয়ার কথা তৃণমূল প্রতিনিধি দলের । আট সদস্যের দলে থাকার কথা জ্যোতিপ্রিয় মল্লিক, ফিরহাদ হাকিম থেকে শুরু করে সুজিত বসু, পুর্ণেন্দু বসুদেরও । ভাটপাড়া পরিদর্শনের পর তাঁরা রিপোর্ট দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে । সেইমতো পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় । ইতিমধ্যেই ভাটপাড়া পরিদর্শনে গিয়েছিলেন BJP, কংগ্রেস ও CPI(M)-এর প্রতিনিধিরা ।

Last Updated : Jun 27, 2019, 6:44 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details