বারাসত, 21 জুন: বিনা নোটিশে ফুট ওভারব্রিজ বন্ধের প্রতিবাদে রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে গর্জে উঠলেন বারাসতবাসী । এই ইস্যুতে মঙ্গলবার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বারাসত স্টেশন ম্যানেজারের ঘরের সামনে বিক্ষোভ দেখালেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর দেবব্রত পাল(TMC councillor)। অহরহ স্লোগান এবং তীব্র বাদানুবাদের জেরে এদিন সরগরম হয়ে ওঠে বারাসত স্টেশন চত্বর(Protest in Barasat Station)। পরে রেল পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় ।
শিয়ালদা-বনগাঁ শাখার গুরুত্বপূর্ণ বারাসত জংশন স্টেশনে পুরনো একটি ফুট ওভারব্রিজ রয়েছে দীর্ঘদিন ধরে । স্টেশনের মধ্যবর্তী স্থানে এই ফুট ওভারব্রিজটি জলমগ্ন থেকে ব্যবহার করে আসছেন রেলযাত্রী থেকে সাধারণ মানুষ । স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে এক নম্বর প্ল্যাটফর্মে যেতে হলে পুরনো এই ফুট ওভারব্রিজটি যাত্রীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ । এছাড়া এপার থেকে ওপারে যাতায়াতের মাধ্যম হিসাবেও রেলের এই ফুট ওভারব্রিজটি ব্যবহার করে থাকেন দুই পাড়ের অসংখ্য সাধারণ মানুষ ।
গুরুত্বপূর্ণ সেই ফুট ওভারব্রিজটি আপাতত রেলের তরফে বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ(closure of foot overbridge)। যার ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ । যদিও রেল কর্তৃপক্ষের দাবি,"স্টেশনের পুরনো ফুট ওভারব্রিজটি বন্ধ থাকলেও পাঁচ ও এক নম্বর প্ল্যাটফর্মের শেষপ্রান্তে চালু হয়েছে নতুন একটি ফুট ওভারব্রিজ । যাত্রী সাধারণের সুবিধার্থে-ই তৈরি করা হয়েছে আধুনিক মানের সেই ফুট ওভারব্রিজ । ফলে সমস্যা পড়ার যে অভিযোগ করা হচ্ছে তা অবান্তর ।"