পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP : গান্ধি-জয়ন্তীতে নেতাজির মূর্তিতে মাল্যদান বিজেপির, বিতর্ক বারাসতে

আজ মহাত্মা গান্ধির 152তম জন্মজয়ন্তী । সেই দিন উত্তর 24 পরগনার বারাসতে নেতাজির মূর্তিতে মাল‍্যদান এবং মূর্তি পরিষ্কার করল বিজেপি ৷ গান্ধি-জয়ন্তীতে নেতাজির মূর্তিতে কেন মাল্যদান বিজেপির ৷ এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷

tmc-and-froward-block-asked-why-bjp-clean-netaji-statue-on-gandhi-jayanti
BJP : গান্ধি-জয়ন্তীতে নেতাজির মূর্তিতে কেন মাল্যদান বিজেপির, বিতর্ক বারাসতে

By

Published : Oct 2, 2021, 7:48 PM IST

বারাসত, 2 অক্টোবর : দেশজুড়ে মহা সমারোহে পালিত হচ্ছে মহাত্মা গান্ধির 152তম জন্মজয়ন্তী । আর গান্ধি-জয়ন্তীর দিনই উত্তর 24 পরগনার বারাসতে জাতির জনককে শ্রদ্ধা না জানিয়ে নেতাজির মূর্তিতে মাল‍্যদান এবং মূর্তি পরিষ্কার ঘিরে রীতিমতো শুরু হয়েছে বিতর্ক ।

বিজেপির এই আয়োজন নিয়েও প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে । এনিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল ও বামেরা । তাদের অভিযোগ, বিজেপি বাংলার কৃষ্টি, সংস্কৃতিকে গুরুত্ব দেয় না । ওদের সমস্ত কাজকর্ম পাগলের মতো । গান্ধিজির ঘাতকরা যে গান্ধিজিকে সম্মান জানাবে না, এটাই তো স্বাভাবিক । ওদের নিয়ে যত কম কথা বলা যায়, ততই ভাল ।

আরও পড়ুন :Rahul Sinha : বন্যা পরিস্থিতি নিয়ে নির্বোধের মতো কথা বলছেন মমতা, তোপ রাহুলের

যদিও এর মধ্যে বিতর্কের কিছু দেখছে না বিজেপি নেতৃত্ব । তাদের সাফাই, গান্ধীজির জন্মজয়ন্তীতে দেশজুড়ে খাদি দ্রব্যকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে বিজেপি । সেই সঙ্গে বিভিন্ন মনিষীদের মূর্তি পরিষ্কার এবং সম্মান জানানোর কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে । সেই কারণেই নেতাজির মূর্তিতে মাল্যদান এবং মূর্তি পরিচ্ছন্ন করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে ।

গান্ধিজির জন্মজয়ন্তী উপলক্ষে শনিবার বারাসতের হৃদয়পুর স্টেশন মোড়ে স্বচ্ছ ভারত কর্মসূচি গ্রহণ করা হয়েছিল বিজেপির তরফে । সেই কর্মসূচি উপলক্ষেই এদিন নেতাজির মূর্তিতে মাল্যদান এবং মূর্তি পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছিল । এদিন নিজের হাতে নেতাজির সেই মূর্তি পরিষ্কার করেন রাজ্য বিজেপির অন্যতম সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় । তার পর নেতাজির মূর্তিতে মালা পরাতেও দেখা যায় তাঁকে ।

আরও পড়ুন :Joy Banerjee : মমতা পরাক্রমী, তাঁর বিরুদ্ধে লড়তে হলে বিজেপিতে পরিবর্তন চাই; ফের বিস্ফোরক জয়

হাজির ছিলেন বিজেপির বারাসত সাংগঠনিক জেলার কনভেনার অনুপ দাস, জেলার সহ-সভাপতি শঙ্কর দাস, বিজেপি নেতা তুহিন মণ্ডল, জেলার প্রাক্তন সভাপতি প্রদীপ বন্দ্যোপাধ্যায়-সহ দলের অন্যান্য নেতারা । এদিন পথচলতি মানুষের মধ্যে মাস্ক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সম্বলিত ব্যাগও বিতরণ করা হয় বিজেপির তরফে ।

এদিকে, গান্ধিজির জন্মজয়ন্তীতে তাঁকে শ্রদ্ধা না জানিয়ে নেতাজির মূর্তিতে মাল্যদান কর্মসূচি ঘিরে বিতর্ক শুরু হয়েছে । এনিয়ে প্রশ্নও তুলেছে বিরোধী শিবির । সমালোচনাও শোনা গিয়েছে তাঁদের গলায় ।

আরও পড়ুন :Jagdeep Dhankhar : গান্ধি জয়ন্তীতে রাজ্যকে খোঁচা, বাপুর আদর্শে শান্তি ও অহিংসার বার্তা রাজ্যপালের

এই বিষয়ে তৃণমূলের বারাসত সাংগঠনিক জেলার সভাপতি অশনি মুখোপাধ্যায় বলেন, "একসময় দিলীপ ঘোষ বলেছিলেন গরুর দুধে সোনা পাওয়া যায় । ওই কর্মসূচি সেরকমই । গান্ধিজির জন্মদিনে নেতাজির মূর্তিতে মাল্যদান পাগলের কাজকর্ম । বারাসতে তো আরও অনেক মনিষীদের মূর্তি রয়েছে । কই সেখানে তো বিজেপি শ্রদ্ধা জানাচ্ছে না ? আসলে এসব করে ওরা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে । ওদের সম্পর্কে সাধারণ মানুষ ওয়াকিবহাল । ওদের ভালভাবেই চেনেন রাজ্যের মানুষ । তাই এসব নিয়ে মানুষ খুব একটা চিন্তিত নন ৷"

আরও পড়ুন :Bhabanipur Bye Election : ভবানীপুরে কম ভোট পড়ল কেন, প্রশ্ন তুললেন কংগ্রেসের প্রদীপ

এনিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ করে ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক সঞ্জীব চট্টোপাধ্যায় বলেন, "আসলে ঘড়ির কাঁটা তো সবসময় সঠিক পথে ঘোরে না । কখনও কখনও উল্টো দিকেও ঘোরে । বিজেপির অবস্থা ঠিক সেরকমই । দেশের প্রধানমন্ত্রী সুভাষচন্দ্র বসুর জন্মদিনে কলকাতায় এসে অনেক বড় বড় ভাষণ দিয়ে গিয়েছিলেন । বাঙালি আবেগকে খুঁচিয়ে দিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করা হয়েছিল । কিন্তু সেই নির্বাচনী বৈতরণী পার হতে পারিনি ওরা । আজ নেতাজিকেই ভুলতে বসেছে বিজেপি । গান্ধীজির জন্মদিনে নেতাজীর মূর্তি পরিষ্কার করে কী বার্তা দেবে ওরা ? আসলে বিজেপি নেতাদের মাথা খারাপ হয়ে গিয়েছে । ওদের এই সমস্ত কাজকর্ম নিয়ে যত কম কথা বলা যায়, ততই সমাজের উপকার হবে ৷"

আরও পড়ুন :Gandhi Jayanti 2021 : বাপুর মন্ত্র লাখো মানুষকে শক্তি জোগায়, গান্ধি জয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য মোদির

অন্যদিকে, বিষয়টি নিয়ে বিতর্কের কিছু নেই বলে দাবি করেছেন রাজ্য বিজেপির অন্যতম সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "গান্ধিজির জন্মজয়ন্তীর পাশাপাশি এদিন লালবাহাদুর শাস্ত্রীরও জন্মদিন । সেই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে দেশজুড়ে স্বচ্ছ ভারত কর্মসূচি হাতে নিয়েছে দল । বিভিন্ন মনিষীদের মূর্তি যেমন পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, তেমনই বাজার, রাস্তাঘাট স্বচ্ছ করারও উদ্যোগ নেওয়া হয়েছে ৷"

ABOUT THE AUTHOR

...view details