বারাসত, 14 মে : বারাসতে BJP-র জেলা সম্পাদকের বাড়িতে দলীয় বৈঠক চলাকালীন হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বৈঠকে যোগ দিতে আসা BJP নেতা-কর্মীদের গাড়িতে ভাঙচুর চালানো হয়। বাড়িতেও ভাঙুচর করা হয়। এরপর খবর পেয়ে পুলিশ এসে উলটে BJP-র জেলা সম্পাদক এবং দলের বারাসত সাংগঠনিক জেলার সভাপতিকে থানায় নিয়ে যায়। BJP নেতাদের গ্রেপ্তারের দাবিতে থানায় বিক্ষোভ দেখায় তৃণমূল। এর জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে রাতেই থানায় আসেন BJP নেতা মুকুল রায়। বারাসতের টাকি রোডের ঘটনা ।
কিছুদিন ধরে তৃণমূল অভিযোগ জানাতে থাকে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড থেকে BJP বহিরাগতদের রাজ্যে নিয়ে আসছে । তাদের থাকার জন্য বারাসতের বিভিন্ন হোটেলে ব্যবস্থা করছে BJP-র দলীয় নেতৃত্ব । গতকাল বারাসতের টাকি রোডে সেরকমই একটি হোটেলে BJP-র বৈঠক হওয়ার কথা ছিল । কিন্তু পুলিশ সেখানে অভিযান চালানোয় উত্তর 24 পরগনার BJP জেলা সম্পাদক তুহিন মণ্ডলের বাড়িতে বৈঠকের ব্যবস্থা করা হয় । বৈঠকে উপস্থিত ছিলেন BJP নেতা অরবিন্দ মেনন , বারাসত সাংগঠনিক জেলার BJP সভাপতি প্রদীপ ব্যানার্জি সহ অন্যরা । অভিযোগ, সেইসময় তুহিন মণ্ডলের বাড়ির সামনে থাকা BJP নেতাদের পাঁচটি গাড়ি ভাঙচুর করে তৃণমূলের কর্মী সমর্থকরা । পাশাপাশি তুহিন মণ্ডলের বাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ ।