কলকাতা, 20 নভেম্বর: আর্থিক জালিয়াতির অভিযোগে চার বিদেশি নাগরিককে গ্রেপ্তার করল বেলঘড়িয়া থানার পুলিশ। অভিযুক্ত বিদেশি নাগরিকদের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে 31 লাখ টাকা, 30 হাজার মার্কিন ডলার, বেশ কিছু ATM কার্ড এবং বিভিন্ন ব্যাংকের চেক উদ্ধার করে পুলিশ ৷ ইতিমধ্যে ধৃতদের ব্যারাকপুর আদালত তুলে 10 দিনের পুলিশ হেপাজতের আবেদন করেছে পুলিশ ৷
ATM হ্যাক করে লক্ষাধিক টাকা হাতানোর অভিযোগ, গ্রেপ্তার 4 বিদেশি - বেলঘড়িয়া
আর্থিক জালিয়াতির অভিযোগে চার বিদেশি নাগরিককে গ্রেপ্তার করল বেলঘড়িয়া থানার পুলিশ।
টাকার জালিয়াতির অভিযোগে ধৃত বিদেশি নাগরিক
পুলিশ সূত্রে জানা গেছে, 14 নভেম্বর বেলঘড়িয়ায় এল নাইন বাস স্ট্যান্ড সংলগ্ন একটি আবাসনে ফ্ল্যাট ভাড়া নেয় তুরস্কের দুই নাগরিক ও বাংলাদেশের দুই নাগরিক ৷ হাওড়া, কলকাতা বর্ধমান সহ একাধিক জেলার ATM হ্যাক করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে ৷
তাদের বিরুদ্ধে ভারতের বিভিন্ন রাজ্যে 46টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে ৷ অর্থনৈতিক জালিয়াতির পাশাপাশি ধৃতদের আরও কিছু বিশেষ পরিকল্পনা ছিল বলে জানতে পেরেছে পুলিশ । তদন্ত চলছে ৷
Last Updated : Nov 20, 2019, 5:15 PM IST