পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ব্যারাকপুরে গঙ্গায় তলিয়ে গেল 3 যুবক, ধৃত 3 বন্ধু - Barrackpore

ব্যারাকপুরে গঙ্গায় তলিয়ে নিখোঁজ তিন বন্ধু ।

ব্যারাকপুরে গঙ্গায় তলিয়ে গেল তিন বন্ধু

By

Published : Aug 4, 2019, 3:50 PM IST

Updated : Aug 4, 2019, 7:02 PM IST

ব্যারাকপুর, 4 অগাস্ট : গঙ্গায় তলিয়ে নিখোঁজ হয় তিন বন্ধু । ব্যারাকপুর মঙ্গল পান্ডে ঘাটের ঘটনা । নিখোঁজ যুবকদের নাম অমিত বাল্মীকি, বিপিন পাসোয়ান, কমল ঘোষ । তার মধ্যে বিপিন পাসোয়ানের মৃতদেহ উদ্ধার হয়েছে । জানা গেছে, মদ্যপ অবস্থায় 6 বন্ধু গঙ্গায় নৌকায় চড়তে যাওয়ায় এই বিপত্তি । মাঝ গঙ্গায় নৌকা উলটে গেলে তিনজন পাড়ে আসলেও, তলিয়ে যায় বাকি তিনজন ।

জানা গেছে, ছয় বন্ধু গঙ্গার পাড়ে বসে মদ্যপান করছিল । পরে একটি নৌকা দেখতে পেয়ে তাতে চেপে মাঝ গঙ্গায় চলে যায় তারা । নৌকা উলটে গেলে তিন জন সাঁতার কেটে পাড়ে পৌঁছায় । মহম্মদ জ্যাকি (শাহবাজ) , রাজু দাস (কাল্লু) ও বিশ্বজিৎ ভৌমিক নামে তিন যুবক সাঁতার কেটে টিটাগড় ওয়াগন জাহাজ কারখানার ঘাটে ওঠে । সেখানে তাদের চোর সন্দেহে পুলিশের হাতে তুলে দেওয়া হয় । তখনই পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে আসে আসল ঘটনা ।

গঙ্গায় তলিয়ে যাওয়া তিন যুবকের পরিবারের বক্তব্য, শুক্রবার কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় অমিত, বিপিন ও কমল । গতকাল পর্যন্ত বহু খোঁজাখুঁজি করার পরেও কোন খোঁজ মেলেনি । গঙ্গায় তিন যুবকের নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই নিখোঁজদের পরিবারের সদস্যরা ছবি নিয়ে টিটাগড় থানায় আসে । তখন বিষয়টি তারা জানতে পারে ।

পুলিশের কাছে ওই তিন পরিবার অভিযোগ করে, জ্যাকি, রাজু, বিশ্বজিৎদের তারা চেনে না । এরপরই এই তিনজনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করা হয় পুলিশের কাছে । এই ঘটনার পিছনে এই তিনজনের হাত রয়েছে ৷ অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।

Last Updated : Aug 4, 2019, 7:02 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details