কাঁকিনাড়া, 9 মে : গরম থেকে স্বস্তি পেতে বাড়িতে না জানিয়ে গঙ্গায় স্নান করতে গেছিল চার বন্ধু । কাঁকিনাড়া গঙ্গার ঘাটে জোয়ারের সময় স্নান করতে নেমে তলিয়ে যায় তারা । এদের মধ্যে কেউ সাঁতার জানত না । তবে একজন কোনওক্রমে বেঁচে যায় ।
গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল তিন বন্ধু - police
কাঁকিনাড়ায় গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যায় তিন পড়ুয়া । চার বন্ধু মিলে গরম থেকে স্বস্তি পেতে স্নান করতে গেছিল গঙ্গায় । একজন কোনওক্রমে বাঁচলেও বাকিরা তলিয়ে যায় ।
চলছে উদ্ধারকার্য
সাগর দাস (16), আকাশ সাউ (15), সুমিত বর্মা (14), রোহিত সাউ (13) । তারা কাঁকিনাড়া হাইস্কুলের ছাত্র । বাড়ি কাঁকিনাড়ার 20 নম্বর গলিতে । খবর পেয়ে ঘটনাস্থানে আসে জগদ্দল থানার পুলিশ । উদ্ধারকার্যে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা । রোহিতকে প্রথমে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় । পরে সেখান থেকে কলকাতার বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । এখনও পর্যন্ত বাকি তিনজনের কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি ।