পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

২-৩ দিনের মধ্যে ভাটপাড়া পৌরসভায় অনাস্থা প্রস্তাব : জ্যোতিপ্রিয় - ব্যারাকপুর

আজ BJP-তে যোগ দিয়েছেন ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান অর্জুন সিং। আর তারপর থেকেই ভাটপাড়া পৌরসভার বেশিরভাগ কাউন্সিলরই BJP-তে যোগ দেবেন বলে জল্পনা ছড়ায়।

By

Published : Mar 14, 2019, 10:48 PM IST

মধ্যমগ্রাম ও ব্যারাকপুর, ১৪ মার্চ : আজ BJP-তে যোগ দিয়েছেন ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান অর্জুন সিং। আর তারপর থেকেই ভাটপাড়া পৌরসভার বেশিরভাগ কাউন্সিলরই BJP-তে যোগ দেবেন বলে জল্পনা ছড়ায়। এমন কী, কয়েকজন কাউন্সিলরও বলেন, অর্জুন সিং তাঁদের নেতা। তাই তিনি যেখানে থাকবেন, সেখানেই ভাটাপাড়া পৌরসভার কাউন্সিলররাও থাকবেন। ফলে ভাটপাড়া পৌরসভার দখল নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তৃণমূল-BJP টানাপোড়েন।

ভাটপাড়া পৌরসভার ৩৫টি আসনের মধ্যে তৃণমূলের দখলে রয়েছে ৩৩টি আসন। অর্জুন সিং BJP-তে যোগ দেওয়ার পর ২২ জন কাউন্সিলর BJP-তে যোগ দিতে পারেন বলে জানা গেছে। ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলি দত্ত বলেন, "অর্জুন সিং আমাদের নেতা। তাঁর হাত ধরেই আমরা রাজনীতিতে এসেছি। তাই তিনি যেখানে থাকবেন, সেখানেই আমরা থাকব। তাঁর পাশে আছি আমরা। তিনি যদি BJP-র প্রার্থী হন, তাহলে অর্জুন সিং জিতবেন। তাঁর শক্ত সংগঠন রয়েছে ভাটপাড়ায়। সারাবছর ধরে তিনি মানুষের উপকার করেছেন। তাই মানুষ তাঁর পাশে আছে। আজ জেলা অফিস থেকে আমাদের ডাকা হয়েছিল। কিন্তু আমরা অর্জুন সিংয়ের নির্দেশ ছাড়া এক পাও নড়ব না।"

কিন্তু কাউন্সিলরদের BJP-তে যোগ দেওয়ার কথা অস্বীকার করেন জ্যোতিপ্রিয় মল্লিক। আজ মধ্যমগ্রামে দলের জেলা সদর কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি বলেন, "ভাটপাড়ায় ৩৩ জন আমাদের। সংখ্যাগরিষ্ঠতার জন্য ১৭ জন কাউন্সিলরের সমর্থন লাগবে। ইতিমধ্যেই আমাদের কাছে ২০ জন এসে গেছেন। আজ মধ্যমগ্রামে তাঁদের সঙ্গে বৈঠক হয়েছে। আর কালকে কংগ্রেসের কাউন্সিলর যোগ দেবেন। তাই আমরা ভাটপাড়া নিয়ে চিন্তিত নই। অর্জুন সিংয়ের BJP-তে যোগ দেওয়া, তৃণমূল থেকে চলে যাওয়া কোনও কিছু নিয়েই আমরা চিন্তিত নই। আগামী দু-তিনদিনের মধ্যে অনাস্থা প্রস্তাব এনে পৌরপ্রধান ঘোষণা করা হবে।"

ABOUT THE AUTHOR

...view details