হাবরা, 18 সেপ্টেম্বর : হাবরা হাসপাতলে অ্যাম্বুলেন্স না পাওয়ায় কোরোনা রোগীর মৃত্যু ঘিরে চাপানউতোর । ঘটনার 24 ঘণ্টার মধ্যে স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দল পৌঁছাল হাবরায় । ডেপুটি CMOH নিরঞ্জন গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে তাঁরা ঘটনার তদন্ত করেন । তাঁরা হাসপাতালের সুপার বিবেকানন্দ বিশ্বাসের সঙ্গে কথা বলেন ।
সরকারি কন্ট্রোল রুমে ফোন করেও মেলেনি অ্যাম্বুলেন্স । হাসপাতালের বাইরে ট্রলিতে চার ঘণ্টা পড়ে থেকে মৃত্যু হয় কোরোনা আক্রান্ত রোগীর । ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে হাবরা স্টেট জেনেরাল হাসপাতালে । মৃতের বাড়ি গোবরডাঙার লক্ষ্মীপুল এলাকায়। মৃতের পরিবারের অভিযোগ, গতকাল দুপুর সাড়ে 12টায় আক্রান্তকে স্থানান্তরের সিদ্ধান্তের পর অ্যাম্বুলেন্সের জন্য টোল-ফ্রি নম্বরে তাঁরা ফোন করেছিলেন । পাশাপাশি তাঁরা বেসরকারি অ্যাম্বুলেন্সের জন্যও বিভিন্ন জায়গায় বারবার ফোন করেছিলেন । অভিযোগ দুপুর থেকে বিকেল চারটে পর্যন্ত হাসপাতালে পৌঁছায়নি অ্যাম্বুলেন্স। হাসপাতাল চত্বরের মধ্যেই এক ট্রলির উপরে শুইয়ে রাখা হয়েছিল রোগীকে । ট্রলিতে শুয়েই ছটফট করতে করতে মহিলার মৃত্যু হয় ।