পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অ্যাম্বুলেন্স না পেয়ে কোরোনা রোগীর মৃত্যু, হাসপাতালে স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা

কোরোনা আক্রান্তকে কোভিড হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোনও অ্যাম্বুলেন্স নেই হাবরা হাসপাতালে। আগেও সঠিক সময়ে অ্যাম্বুলেন্স পরিষেবা না পেয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে ।

health news
health news

By

Published : Sep 18, 2020, 8:07 PM IST

হাবরা, 18 সেপ্টেম্বর : হাবরা হাসপাতলে অ্যাম্বুলেন্স না পাওয়ায় কোরোনা রোগীর মৃত্যু ঘিরে চাপানউতোর । ঘটনার 24 ঘণ্টার মধ্যে স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দল পৌঁছাল হাবরায় । ডেপুটি CMOH নিরঞ্জন গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে তাঁরা ঘটনার তদন্ত করেন । তাঁরা হাসপাতালের সুপার বিবেকানন্দ বিশ্বাসের সঙ্গে কথা বলেন ।

সরকারি কন্ট্রোল রুমে ফোন করেও মেলেনি অ্যাম্বুলেন্স । হাসপাতালের বাইরে ট্রলিতে চার ঘণ্টা পড়ে থেকে মৃত্যু হয় কোরোনা আক্রান্ত রোগীর । ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে হাবরা স্টেট জেনেরাল হাসপাতালে । মৃতের বাড়ি গোবরডাঙার লক্ষ্মীপুল এলাকায়। মৃতের পরিবারের অভিযোগ, গতকাল দুপুর সাড়ে 12টায় আক্রান্তকে স্থানান্তরের সিদ্ধান্তের পর অ্যাম্বুলেন্সের জন্য টোল-ফ্রি নম্বরে তাঁরা ফোন করেছিলেন । পাশাপাশি তাঁরা বেসরকারি অ্যাম্বুলেন্সের জন্যও বিভিন্ন জায়গায় বারবার ফোন করেছিলেন । অভিযোগ দুপুর থেকে বিকেল চারটে পর্যন্ত হাসপাতালে পৌঁছায়নি অ্যাম্বুলেন্স। হাসপাতাল চত্বরের মধ্যেই এক ট্রলির উপরে শুইয়ে রাখা হয়েছিল রোগীকে । ট্রলিতে শুয়েই ছটফট করতে করতে মহিলার মৃত্যু হয় ।

হাসপাতালের পক্ষ থেকে অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছিল ঠিকই । কিন্তু একজন কোভিড পজ়িটিভ রোগীকে কীভাবে বাইরে আত্মীয়দের উপস্থিতিতে একটা ট্রলিতে দীর্ঘক্ষণ ফেলে রাখা হল ? ডেপুটি CMOH নিরঞ্জনবাবু বলেন, "মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নির্দেশে আমরা সমস্ত অভিযোগ খতিয়ে দেখছি। তদন্ত শেষ না-হলে কোনও মন্তব্য করব না ।" হাসপাতাল সুপার বিবেকানন্দ বিশ্বাস বলেন, "স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দল এসেছে । তার বাইরে কিছু বলার এক্তিয়ার আমার নেই ।"

কোরোনা আক্রান্তকে কোভিড হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোনও অ্যাম্বুলেন্স নেই হাবরা হাসপাতালে। আগেও সঠিক সময়ে অ্যাম্বুলেন্স পরিষেবা না পেয়ে গত তিন সপ্তাহের মধ্যে দুই জন কোভিড আক্রান্তের মৃত্যু হয়েছে । গতকালের ঘটনা নিয়ে মৃত্যু হল তিন জনের ।

ABOUT THE AUTHOR

...view details