বারাসত, 27 এপ্রিল : "বিধাননগরে মিক্স কমিউনিটি নিয়ে একটু সমস্যা আছে । আমরা মানুষকে বোঝাচ্ছি । আশা করছি, বিধাননগর থেকে আমরা লিড পাব ।" বারাসতে দলীয় প্রার্থী কাকলি ঘোষদস্তিদারের সঙ্গে মনোনয়ন জমা দিতে এসে জেলাশাসকের দপ্তরে এই মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেস নেতা সুজিত বসু ।
বিধাননগর বিধানসভা এলাকা থেকে এবার তৃণমূল প্রার্থী লিড কম পেতে পারে বলে দলের অভ্যন্তরে আশঙ্কা করা হচ্ছে ? এইবিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "দেখা যাবে । আমাদের যে জায়গাটা আছে,তা মিশ্র এলাকা । গতবার মানুষ ভুল করে ভোট দিয়েছিল BJP-কে । BJP সারাদেশে যা দায়িত্ব নিয়েছিল, তাতে পাঁচ বছরে কিছু করতে পারেনি । BJP-র সঙ্গে মানুষের সম্পর্ক অনেকটাই কমেছে । মানুষকে আমরা বোঝাচ্ছি । সার্ভিস দিয়েছি । মানুষকে বুঝিয়েছি যে, এটা দিল্লির ভোট হলেও এর অনেক তাৎপর্য রয়েছে । মুখ্যমন্ত্রী যে 42 শে 42-এর চ্যালেঞ্জ নিয়েছেন, তা আমরা পূরণ করবই ।"