পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Apr 24, 2022, 4:41 PM IST

ETV Bharat / state

Ashoknagar Theft : অশোকনগরে পরপর 6 টি বাড়িতে দুঃসাহসিক চুরি, আতঙ্কে এলাকাবাসী

6টি বাড়িতে দুঃসাহসিক চুরি অশোকনগরে (Ashoknagar Theft)। ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে চুরিগুলি হয় ৷ খোয়া গিয়েছে প্রায় লক্ষাধিক টাকার জিনিস। এলাকার নিরাপত্তা নিয়ে পুলিশ প্রশাসনের কাছে সরব এলাকাবাসী।

Ashoknagar Theft
অশোকনগরে চুরি

অশোকনগর, 24 এপ্রিল : পরপর 6টি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে (Ashoknagar Theft) । ফাঁকা বাড়ির সুযোগ সদ্ব্যবহার করেছে চোরেরা ৷ বাড়ির লোকজনের মধ্যে কেউ গিয়েছিলেন নিমন্ত্রণ বাড়িতে। আবার কেউ কর্মসূত্রে ছিলেন বাড়ির বাইরে। সেই সুযোগে জানলার গ্রিল কেটে, দরজার তালা ভেঙে ফাঁকা বাড়িতে প্রবেশ করে চোরেরা।

এরপর আলমারি ভেঙে নগদ টাকা এবং সোনার গয়না হাতিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। 6 টি বাড়ি থেকে সব মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার জিনিস খোয়া গিয়েছে বলে জানা গিয়েছে। শনিবার রাতের অন্ধকারে এই চুরির ঘটনা ঘটেছে ৷ রবিবার সকালে চুরির বিষয়টি প্রকাশ্যে আসে। এরপরই শোরগোল পড়ে যায় অশোকনগর পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের শক্তিনগর এলাকায়। ঘটনার পর থেকে যথেষ্ট আতঙ্কিত এলাকাবাসী। নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন তাঁরা। খবর পেয়ে অশোকনগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করলেও এখনও অধরা চোরের দল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চোরেদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

আরও পড়ুন :Siliguri Theft : নেশাড়ু তস্কর ! চুরি করতে এসে গৃহস্থের মদ খেয়ে পালাল চোর

চুরির যাওয়া এক বাড়ির মালিক ব্যবসায়ী কার্তিক দে বলেন, "গতকাল সপরিবারে নেমন্তন্ন খেতে গিয়েছিলাম নদিয়ার কল‍্যাণীতে। আজ সকালে বাড়ি ফিরে এসে দেখি, ঘরের সমস্ত জিনিস লন্ডভন্ড। বাড়ির পিছনের জানলার গ্রিল কাটা দেখে বুঝতে পারি, চোরেরা সেখান থেকেই ঢুকেছে বাড়ির ভিতরে। আলমারি থেকে সোনার বালা, সোনার চেন, কানের দুল-সহ নগদ 6 হাজার টাকা নিয়ে পালিয়েছে। দীর্ঘদিন এই এলাকায় বসবাস করছি। কখনও এমন ঘটনার সন্মুখীন হতে হয়নি। খুব আতঙ্কে রয়েছি আমরা"।

অশোকনগরে পরপর 6 টি বাড়িতে দুঃসাহসিক চুরি

একই সুর শোনা গিয়েছে স্থানীয় একটি ক্লাবের সম্পাদক দিলীপকুমার রায়ের গলাতেও। তাঁর কথায়, "ত্রিশ বছর ধরে এখানে রয়েছি। এরকম দুঃসাহসিক চুরি এর আগে কখনও দেখিনি। পুলিশ প্রশাসনের কাছে আবেদন, তারা যেন নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন ৷"

ABOUT THE AUTHOR

...view details