বারাসত, 30 মে : "জাহাজ টলমল করলে ইঁদুর পালায়, এটা বলতে গিয়ে উনি বলে ফেলেছেন জাহাজটা টলমল করছে ।" আজ বারাসত বিশেষ আদালতে সারদা মামলায় হাজিরা দিতে এসে ফিরহাদকে কটাক্ষ করে একথা বলেন কুণাল ঘোষ । অন্য একটি মামলায় আদালতে এসেছিলেন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তও । সাংবাদিকদের মুখোমুখি হয়ে সব্যসাচীকে পাশে নিয়ে কুণাল বলেন, "সব্যসাচীর মতো অ্যাক্টিভ ছেলেকে ভোটে ব্যবহার করল না তৃণমূল । এরকম অনেক নেতাই আছেন যাঁরা ভোটের সময় ঘরে বসে আছেন । আর যাঁদের ব্যবহার করা হল তাঁদের এমন অরাজনৈতিক বিবৃতির জন্যই বিপদ ক্রমশ বাড়ছে।"
সারদা মামলায় আজ বারাসত বিশেষ আদালতে হাজিরা দিতে এসেছিলেন কুণাল । রাজ্যে BJP-র উত্থান প্রসঙ্গ নিয়ে বলার পাশাপাশি তৃণমূলের হারের বিষয়টি নিয়েও মন্তব্য করেন । বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তনের জন্যই রাজ্যে এখন আবার পরিবর্তনের পরিস্থিতি তৈরি হয়েছে । ২০১১ সালে তিনি যা ছিলেন ২০১৯-এ সেই মমতা বন্দ্যোপাধ্যায় নেই । যাঁদের হাত দিয়ে যে যে কারণে দলটা ডুবছে, তাঁরাই যদি ভোট বিপর্যয়ের পর্যালোচনা ও শুদ্ধিকরণের দায়িত্ব নেন, সেটা সাধারণ মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে ।" তৃণমূল নেতৃত্বকে কটাক্ষ করে কুণাল বলেন, "যাঁরা ভুল করেছেন তাঁরা যদি পরস্পরের পিঠ চুলকোয়, তবে সেই পর্যালোচনা করে লাভ নেই । পর্যালোচনার জন্য ঘরে উলটো সুরেরও দরকার । দরজা না খুললে সেই পর্যালোচনার কোনও মূল্যই নেই ।"