বনগাঁ, 26 জুলাই : বনগাঁ হাসপাতাল থেকে কলকাতার হাসপাতালে স্থানান্তর করার কথা ছিল ৷ সেই মতো অ্যাম্বুলেন্স পর্যন্ত হেঁটেই গিয়েছিলেন ৷ কিন্তু, অ্যাম্বুলেন্সে ওঠার সময়ই পড়ে গিয়ে মৃত্যু হল রোগীর ৷ কোরোনা সন্দেহে সাহায্য করতে এগিয়ে আসেনি কেউ ৷ হাসপাতাল চত্বরের সামনেই প্রায় আধ ঘণ্টা পড়ে থাকে তাঁর মৃতদেহ ৷ গতকাল রাত 10টা নাগাদ ঘটনাটি ঘটে ৷
বনগাঁ এলাকার ব্যবসায়ী মাধবনারায়ণ দত্ত শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন ৷ গতকাল বিকেল পাঁচটা নাগাদ তিনি বনগাঁ মহকুমা হাসপাতালে যান ৷ তাঁকে কোরোনা আক্রান্ত সন্দেহে কোরোনা সাসপেক্টেড ওয়ার্ডে ভরতি করা হয় ৷ রাতের দিকে অবস্থার অবনতি হতে থাকায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ ৷