কাঁচরাপাড়া, 30 অগাস্ট : দুষ্কৃতী হামলা ঘিরে উত্তপ্ত হয়ে উঠল কাঁচরাপাড়ার ভূতবাগান স্টোর ব্লক সংলগ্ন এলাকা ৷ চলে বোমাবাজি ৷ ভাঙচুর করা হয়েছে একাধিক বাড়ি, দোকান।
কাঁচরাপাড়ায় দুষ্কৃতী হামলা; ভাঙচুর, বোমাবাজি - কাঁচরাপাড়া
কাঁচরাপাড়ায় ফের বোমাবাজি ৷ ভাঙচুর চালানো হয় একাধিক বাড়ি ও দোকানে ৷
কেন এই হামলা ? এলাকার এক মহিলা বলেন, "দু'দিন আগে এলাকার এক বাচ্চাকে বাইরের কয়েকজন এসে মারধর করে ৷ এলাকার ছেলেরা পালটা তাদের মারধর করে ৷ আর আজ রাতে হঠাৎ করে কয়েকজন এসে হামলা চালায় এলাকায় ৷ একটি চায়ের দোকান লক্ষ্য করে বোমা ছোড়া হয় । এলাকার বেশ কয়েকটি বাড়ি ও দোকানে হামলা চালানো হয় ৷ বাধা দিতে গেলে দুষ্কৃতীদের মারে জখম হয় দু'জন ।"
খবর পেয়ে ঘটনাস্থানে আসে বীজপুর থানার পুলিশ। কারা হামলা চালাল, তা খতিয়ে দেখছে তারা । এই ঘটনার পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে । এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট ।