বারাসত, 18 এপ্রিল : আগুন লাগল খড় বোঝাই একটি টেম্পোতে। গতরাতে আচমকাই আগুন লেগে যায় গাড়িটিতে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই চালক বারাসতে যশোর রোডের রথতলায় গাড়ি থামিয়ে কেবিন থেকে বেরিয়ে প্রাণে বাঁচেন। খবর পেয়ে বারাসত দমকল কেন্দ্র থেকে ঘটনাস্থানে যায় তিনটি ইঞ্জিন। তারা তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
খড় বোঝাই টেম্পোতে আগুন - tempo
গতরাতে খড় বোঝাই একটি টেম্পোতে আগুন লেগে যায়। ঘটনাস্থানে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
টেম্পোতে আগুন
আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। দমকলের অনুমান আগুনের ফুলকি থেকেই টেম্পোয় আগুন লাগে। দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার সঠিক কারণ জানতে টেম্পোর ফরেন্সিক পরীক্ষা করা হবে।
Last Updated : Apr 18, 2019, 1:18 PM IST