পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বসিহরাটে ছেলেধরা সন্দেহে যুবককে গণধোলাই - basirhat

উত্তর ২৪ পরগনার ন্যাজাটে ছেলেধরা সন্দেহে যুবককে বেধড়ক মারধর করা হল।

প্রহৃত যুবক

By

Published : Feb 19, 2019, 9:47 PM IST

বসিরহাট, ১৯ ফেব্রুয়ারি : ছেলেধরা সন্দেহে যুবককে বেধড়ক মারধর করা হল। মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় যুবকদের বিরুদ্ধে। ঘটনাটি উত্তর ২৪ পরগনার ন্যাজাটের।

স্থানীয় সূত্রে খবর, কয়েকদিন আগে থেকেই ন্যাজাটসহ আশপাশের গ্রামগুলিতে ছেলেধরার গুজব ছড়িয়েছিল। অচেনা কাউকে দেখলেই গ্রামবাসীরা জেরা করতে শুরু করছিল। আজ সকালেও এক অচেনা যুবককে দেখে সন্দেহের বশে জেরা করতে শুরু করে এলাকারই একদল যুবক। জেরার মুখে যুবক জানায়, সে সুন্দরবনের আয়লা প্ল্যান্টে কাজ করতে এসেছে। অভিযোগ, কথা বিশ্বাস না করে তাকে মারধর শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ। আহত যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

অন্যদিকে এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে সুয়োমোটো মামলা দায়ের করেছে। ছেলেধরা নিয়ে গুজব রটানো বন্ধ করতে বসিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। সমস্ত এলাকা জুড়েই চলছে প্রচার।

ABOUT THE AUTHOR

...view details