বারাসত, 22 জুলাই: মালদার বামনগোলায় দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনায় সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী । তিনি বলেন, "পশ্চিমবঙ্গে নারী ও দলিত মহিলাদের হাল খুব খারাপ ! বামনগোলার ঘটনার পর এরাজ্যে সরকার আছে বলে মনে হয় না । মাথা হেঁট হয়ে যাচ্ছে লজ্জায় ৷" শনিবার উত্তর 24 পরগনার বারাসতে সিপিএমের জেলা পার্টি অফিসে দলীয় বৈঠকে যোগ দিতে আসেন তিনি । সেখানেই এই প্রতিক্রিয়া দেন সুজন চক্রবর্তী ৷
তিনি আরও বলেন, "ভাবাই যায় না মণিপুরের ছায়া এরাজ্যের মালদাতেও । সেখানে নাকি দুই আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে সকলের সামনে নিগ্রহ করা হচ্ছে । তাও আবার সিভিক ভলেন্টিয়াদের উপস্থিতিতে । সেই নিগ্রহের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । খবর পেয়ে পুলিশ এসে নিগৃহীত ওই দুই আদিবাসী মহিলাকেই উলটে গ্রেফতার করেছে । এটা আরও দুর্ভাগ্যের । ঘটনার কথা এখনও অবধি রাজ্যের কোনও মন্ত্রী কিংবা পুলিশ অস্বীকার করেননি । কোথায় যাচ্ছে পশ্চিমবঙ্গ ? এই ঘটনাও শিউরে ওঠার মতো ৷"
মালদায় বিবস্ত্র করে দুই মহিলাকে মারধর: বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য মালদার ওই ভিডিয়ো টুইট করে লেখেন, 19 জুন ঘটনাটি ঘটেছে মালদার বামনগোলার পাকুয়াহাটে । সোশাল মিডিয়ায় তার একটি ভিডিয়োও ভাইরাল হয়েছে ইতিমধ্যে । যেখানে দেখা যাচ্ছে দুই মহিলাকে ঘিরে রয়েছেন অসংখ্য মানুষ । তার মধ্য থেকে প্রমিলা বাহিনী ওই দুই মহিলাকে বেধড়ক মারধর করছেন । চলছে জুতোপেটাও । ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন সিভিক ভলেন্টিয়াররাও । তাদের মধ্যে এক সিভিক আবার মহিলা । ফলে, মাত্র দু'জন সিভিক অত মানুষকে নিয়ন্ত্রণ করতে পারছেন না । মারের চোটে দুই মহিলার পোশাক খুলে যাওয়ার উপক্রম । একসময় এক মহিলা সম্পূর্ণ বিবস্ত্র হয়ে পড়েন । গোটা ঘটনাটি দাঁড়িয়ে থেকে উপভোগ করছেন প্রচুর মানুষ । তার মধ্যে পুরুষের সংখ্যাই বেশি ।
আরও পড়ুন:দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের ভিডিয়ো নিয়ে সরব বিজেপি, তদন্তে মালদা পুলিশ