বারাসত, ৮ এপ্রিল : "আমি কলকাতা থেকে ৮ বার জিতেছি। উনি অত্যন্ত একবার ভোটে জিতে ন্যূনতম যোগ্যতা অর্জন করুন। তারপর আমি তার প্রশ্নের উত্তর দেব।" আজ BJP নেতা রাহুল সিনহাকে কটাক্ষ করে একথা বললেন উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়।
"আগে আমার যোগ্যতায় পৌঁছাক, তারপর উত্তর দেব"; রাহুলকে কটাক্ষ সুদীপের
আজ বারাসত আদালতে একটি মামলায় হাজিরা দিতে এসেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে BJP নেতা রাহুল সিনহাকে "নিজের যোগ্যতা" প্রমাণ করে দেখাতে বলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নরেন্দ্র মোদি সরকারের সমালোচনা করেন তিনি।
আজ একটি মামলায় হাজিরা দিতে বারাসত বিশেষ আদালতে আসেন সুদীপবাবু। সম্প্রতি রাহুল সিনহা বলেছিলেন," সুদীপের জেলে থাকার মত শারীরিক অবস্থা নেই। তিনি মানুষের জন্য কাজ কী করে করবেন ?" এই প্রসঙ্গে সুদীপবাবু বলেন," এই নির্বাচন নিয়ে আমি ৯ বার জিতব। আর রাহুল সিনহা আটবার হেরেছেন। কাজেই আমার সম্পর্কে কথা বলার আগে একবার ভোটে জিতে দেখান। "
সুদীপবাবু আরও বলেন, "অটলবিহারী বাজপেয়ির সরকার হল স্বর্গদ্বার। আর নরেন্দ্র মোদির সরকার যে কী, তা মুখ দিয়ে বলা যাবে না।" এরপর তিনি মোদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো "এক্সপায়ারি প্রাইম মিনিস্টার" বলেও কটাক্ষ করেন।