পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লোহা পাচারকারীদের বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ ছাত্র - Students shot for resisting iron smugglers at shyamnagar

গভীর রাতে ঘটনাটি ঘটে শ্যামনগরের হিন্দুস্তান কলোনি এলাকার প্রভাতি সংঘ মাঠে ৷ মাঝরাতে ভ্যানে করে লোহার স্ক্রাব নিয়ে যাচ্ছিল কয়েকজন ৷ এলাকার বাসিন্দাদের সন্দেহ হওয়ায় চেপে ধরা হয় তাদের ৷

student-shot
গুলিবিদ্ধ ছাত্র

By

Published : Feb 24, 2020, 11:39 AM IST

Updated : Feb 24, 2020, 11:46 AM IST

ব্যারাকপুর, 24 ফেব্রুয়ারি: লোহার ছাট পাচারকারীদের বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ এক কলেজ ছাত্র ৷ ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার শ্যামনগর হিন্দুস্তান কলোনি এলাকায় ৷ অরিন্দ্রজিৎ সরকার (20) নামে ওই আহত ছাত্র বঙ্গবাসী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ৷

রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটে শ্যামনগরের হিন্দুস্তান কলোনি এলাকার প্রভাতি সংঘ মাঠে ৷ মাঝরাতে ভ্যানে করে লোহার স্ক্রাপ নিয়ে যাচ্ছিল কয়েকজন ৷ এলাকার বাসিন্দাদের সন্দেহ হওয়ায় চেপে ধরা হয় তাদের ৷ বেগতিক বুঝে তিন রাউন্ড গুলি ছোড়ে দুষ্কৃতীরা ৷ বাকিরা সুস্থ থাকলেও একটি গুলি অরিন্দ্রজিতের বাম হাত ঘেঁষে বেরিয়ে যায় ৷ সঙ্গে সঙ্গে এলাকা থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা ৷

গুলিবিদ্ধ ছাত্র

আহত ওই ছাত্রকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভরতি করা হয় ৷ সেখান থেকে কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর সোমবার সকালে তাকে ছেড়ে দেওয়া হয় ৷ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জগদ্দল থানার পুলিশ ৷

Last Updated : Feb 24, 2020, 11:46 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details