পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Telephone Exchange Racket: এসটিএফ-এর জালে বেআইনি টেলিফোন এক্সচেঞ্জের চক্র - টেলিকম প্রতারণা

আইএসডি কল হয়ে যাচ্ছে লোকাল কল ৷ এমনই অভিনব টেলিকম প্রতারণার ফাঁদ পেতে বসেছিল একদল অসাধু কারবারি ৷ দত্তপুকুর থেকে শুক্রবার এই চক্রের 2 অভিযুক্তে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ ৷

Telephone Exchange Racket ETV BHARAT
Telephone Exchange Racket

By

Published : Jul 1, 2023, 8:34 PM IST

এসটিএফ-এর জালে সিমবক্স ব্যবহার করে আইএসডি কল স্থানীয় কলে পরিণত করার চক্র

দত্তপুকুর, 1 জুলাই: আন্তর্জাতিক ফোন-কল লোকাল কলে রুপান্তরিত হচ্ছে ৷ এমনই টেলিকম প্রতারণার ফাঁদ পেতে বসেছিল কিছু অসাধু চক্র ৷ এর জন্য ছোটখাটো বেআইনি টেলিফোন এক্সচেঞ্জও তৈরি করে ফেলেছিল অভিযুক্তরা ৷ অভিযোগ পেয়ে শুক্রবার বিকেলে উত্তর 24 পরগনার দত্তপুকুরের বরা গ্রামে হানা দেয় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ৷ এসটিএফ সূত্রে খবর, অভিযান বেআইনি এই টেলিকম চক্র চালানোর অভিযোগে 2 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতদের নাম কলিমউল্লাহ এবং সামিমউল্লাহ ৷ ধৃতদের কাছ থেকে দু'শো সিমবক্স এবং প্রায় দু'হাজার সিমকার্ড বাজেয়াপ্ত করেছে বেঙ্গল এসটিএফ ৷ এই চক্রে আরও বড় কোনও হাত থাকতে পারে বলে সন্দেহ করছেন তদন্তকারীরা ৷

জানা গিয়েছে, ধৃত কলিমউল্লাহ ও সালিমউল্লাহ দীর্ঘদিন ধরে এই কারবার চালাচ্ছিলেন দত্তপুকুরের বরা গ্রামে বসে ৷ সেখানে সিমবক্সের মাধ্যমে চলছিল বেআইনিভাবে আইএসডি কলকে এসটিডি অথবা লোকাল কলে পালটে ফেলার কারবার ৷ এই সিমবক্সে থাকে একাধিক সিমকার্ড ৷ যার যেখানে ফোন করার প্রয়োজন হত, তিনি অল্প খরচে অনায়াসেই সেখানে ফোন করতে পারতেন বলে খবর এসটিএফ সূত্রের ৷

কীভাবে কাজ করত এই চক্র ?

এসটিএফ সূত্রে খবর, প্রথমে জাল নথি ব‍্যবহার করে সাধারণ সিম সংগ্রহ করত অসাধু এই সমস্ত ব‍্যবসায়ীরা ৷ পরে সেই সাধারণ সিমকেই কনভার্ট করা হত আন্তর্জাতিক সিমকার্ডে ৷ সাধারণত আন্তর্জাতিক বা আইএসডি কল করতে গেলে কলচার্জ বেশি লাগে ৷ কিন্তু, বেআইনিভাবে তৈরি এই টেলিফোন এক্সচেঞ্জের মাধ্যমে সহজেই বিদেশে কথা বলতে পারতেন যে কোনও গ্রাহক ৷ তার জন্য অনেক কম কলচার্জ দিতে হত ৷ আর এর জেরে বিপুল পরিমাণ সরকারি রাজস্ব ফাঁকি পড়ছিল ৷

আরও পড়ুন:ভুয়ো কল সেন্টার থেকে বিদেশিদের প্রতারণা! গ্রেফতার 13

এই চক্রের টার্গেট কারা ?

গ্রামের যে সমস্ত গরিব লোকজন কাজের সূত্রে বিদেশে পাড়ি দিতেন, মূলত তাঁদের পরিবারকেই টার্গেট করত এরা ৷ গোপনে বেআইনি এই টেলিফোন এক্সচেঞ্জের মাধ্যমে কম খরচে কথা বলার সুযোগ করে দিতেন কলিম এবং সালিমরা ৷ তার বিনিময়ে অবশ্য মিলত মোটা অঙ্কের টাকা ৷ তবে, প্রশ্ন উঠছে শুধু কি এইটুকুই ? এসটিএফ-এর সন্দেহ, এই ধরনের সিম কাজে লাগিয়ে জঙ্গি সংগঠনগুলো, তাদের কার্যকলাপ বাড়ানোর চেষ্টা করছিল ৷ সম্প্রতি বেআইনি এই টেলিফোন এক্সচেঞ্জের বিষয়ে লিখিত অভিযোগ দায়ের হয় এয়ারপোর্ট থানায় ৷ সেই অভিযোগের ভিত্তিতেই এসটিএফ-এই অভিযানে নামে ৷

ABOUT THE AUTHOR

...view details