বারাসত, 18 জুলাই: বারাসতে (Barasat) 'শহিদ দিবস' (TMC 21 July Rally)-এর প্রচারের জন্য লাগানো ব্যানারে বানান বিভ্রাট (Spelling Mistake) ! কাঠগড়ায় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ ঘটনা ঘিরে শুরু রাজনৈতিক আকচা-আকচি ৷ তৃণমূলের শহিদ দিবস পালনের অধিকার নিয়েই প্রশ্ন বিরোধীদের ৷ আমল দিতে নারাজ শাসক শিবির ৷
আগামী 21 জুলাই 'শহিদ দিবস' পালন করবে তৃণমূল ৷ কোভিড আবহে দু'বছর বন্ধ থাকার পর এ বছর ফের কলকাতার ধর্মতলায় বিরাট সমাবেশের আয়োজন করা হয়েছে ৷ সেই উপলক্ষে রাজ্যজুড়ে চলছে প্রচার ৷ 'শহিদ দিবস' অনুষ্ঠানে সামিল হওয়ার আহ্বান জানিয়ে বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে ব্য়ানার, প্ল্যাকার্ড ৷ উত্তর 24 পরগনার বারাসতও তার ব্যতিক্রম নয় ৷ কিন্তু, এখানে তৃণমূলের শহিদ দিবসের প্রচারের জন্য লাগানো ব্য়ানারগুলিতে চোখে পড়ল একাধিক ভুল বানান ! ব্যানারগুলিতে পেল্লায় অক্ষরে লেখা রয়েছে 'ধর্মতলা চলে' ! যা আদতে হওয়া উচিত ছিল 'ধর্মতলা চলো' ৷ শহিদ 'স্মরণে'র বদলে লেখা হয়েছে শহিদ 'স্মরনে' ! আরও আছে ৷ সংশ্লিষ্ট ব্যানারগুলিতে 'তৃণমূল কংগ্রেস' দলটির নামই লেখা হয়েছে ভুল বানানে ! সেখানে লেখা রয়েছে 'তৃণমূল কংগ্রেস' !
আরও পড়ুন:Suvendu Adhikari: 21 জুলাইয়ের পালটা কর্মসূচিতে 'বাধা', হাইকোর্টে মামলা শুভেন্দুর