পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভাটপাড়া পৌরসভা BJP-র দখলে, পৌরপ্রধান হলেন সৌরভ সিং - councilor

ভাটপাড়া পৌরসভার পৌরপ্রধান হলেন অর্জুন সিংয়ের ভাইপো সৌরভ সিং । আজ উপস্থিত 26 জন কাউন্সিলরই তাঁর পক্ষে ভোট দেন ।

সৌরভ সিং

By

Published : Jun 4, 2019, 1:48 PM IST

Updated : Jun 4, 2019, 10:50 PM IST

ভাটপাড়া, 4 জুন : ভাটপাড়ায় BJP-র তরফে তাদের পৌরসভার নেতা নির্বাচিত করা হল অর্জুন সিংয়ের ভাইপো সৌরভ সিংকে । আজ এই নির্বাচনে উপস্থিত 26 জন কাউন্সিলরই সৌরভ সিংয়ের পক্ষে হাত তুলে ভোট দেন । এই নির্বাচনে সভাপতিত্ব করেন ভাটপাড়ার ভাইস চেয়ারম্যান সোমনাথ তালুকদার ।

মার্চ মাসে ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান অর্জুন সিং BJP-তে যোগ দেন । এরপর পৌরসভায় অনাস্থা প্রস্তাব আনে তৃণমূল কংগ্রেস । অনাস্থা ভোটে ভাটপাড়া পৌরসভার 35 টি আসনের মধ্যে অর্জুন সিংয়ের পক্ষে 11টি এবং বিপক্ষে 22 টি ভোট পড়ে । 1 টি আসন বামফ্রন্টের পক্ষে থাকে । আর একজন কাউন্সিলর মারা যান । ফলে সংখ্যালঘু হয়ে যাওয়ায় ভেঙে দেওয়া হয় পৌরসভা বোর্ড ।

লোকসভা নির্বাচনে অর্জুন সিং জেতার পর বিপক্ষের আরও 8 জন কাউন্সিলর BJP-তে যোগ দেন । ফলে BJP কাউন্সিলরের সংখ্যা 11 থেকে বেড়ে 19 হয় । আর তৃণমূলের আসন সংখ্যা 22 থেকে কমে হয় 13 ।

আজ ভাটপাড়া পৌরসভার পৌরপ্রধান নির্বাচন ছিল । সেখানে 26 জন কাউন্সিলর সৌরভকে সমর্থন করেন । ফলে নতুন পৌরপ্রধান নির্বাচিত হয়েছেন তিনি । তাঁকে শপথবাক্য পাঠ করান ম্যাজিস্ট্রেট মৃত্যুঞ্জয় দাস ।

Last Updated : Jun 4, 2019, 10:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details