পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বউ কেন বাপের বাড়ি? শাশুড়িকে দা-এর কোপ ব্যক্তির

বউকে বাড়ি নিয়ে যেতে না দেওয়ায় শাশুড়িকে দা দিয়ে কোপানোর অভিযোগ ব্যক্তির বিরুদ্ধে ৷ উত্তর 24 পরগনার অশোকনগর কালীবাড়ি এলাকার ঘটনা ৷ পুলিশ গ্রেপ্তার করেছে ওই ব্যক্তিকে ৷

শাশুড়িকে দায়ের কোপ ব্যক্তির
শাশুড়িকে দায়ের কোপ ব্যক্তির

By

Published : Mar 16, 2020, 6:32 PM IST

অশোকনগর, 16 মার্চ : স্ত্রী কেন ছেড়ে বাপের বাড়িতে থাকবে, সেই রাগে শাশুড়িকে দা দিয়ে কোপাল ব্যক্তি ৷ উত্তর 24 পরগনার অশোকনগর কালীবাড়ি এলাকার ঘটনা ৷ গুরুতর জখম অবস্থায় আক্রান্ত রমা অধিকারীকে বর্তমানে বারাসত জেলা হাসপাতালে চিকিৎসাধীন । হামলাকারী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, অশোকনগরের দেবীনগর গ্রামের বাসিন্দা সোনাই বাগচির সঙ্গে কয়েক বছর আগে বিয়ে হয় কালীবাড়ি বাসিন্দার রূপা অধিকারীর । সোনাই বিশেষ কোনও কাজ করত না । পাশাপাশি মদের নেশা ছিল । এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত ৷ অবশেষে স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে রূপা বাপের বাড়ি চলে গেছিলেন । সেখানে থাকতে শুরু করেছিলেন ৷ এরপর সোনাই রূপাকে ফিরিয়ে আনার জন্য একাধিকবার শ্বশুরবাড়িতে গিয়েছেন । কিন্তু সোনাইয়ের শাশুড়ি মেয়েকে তার সঙ্গে পাঠাননি ৷ অভিযোগ, এরপর থেকে প্রায়ই সোনাই মদ খেয়ে শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রী-কে মারধর করত । শাশুড়ির সঙ্গেও অশান্তি করত ।

আজ সোনাই স্ত্রী-কে বাড়ি ফিরিয়ে নিয়ে আসার জন্য ফের শ্বশুরবাড়িতে গেছিল । কিন্তু মদ্যপ জামাইয়ের কাছে মেয়েকে পাঠাবেন না বলে জানিয়ে দেন রমা অধিকারী ৷ এরপরই সে ধারালো দা নিয়ে রমা দেবীর উপর আক্রমণ করে ৷ এলোপাথাড়িভাবে কোপাতে থাকে তাঁকে । মা-কে বাঁচাতে গিয়ে জখম হন রূপাও । চিৎকার শুনে ছুটে আসে প্রতিবেশীরা ৷ তারাই তাকে আটক করে রাখে ৷ গুরুতর জখম অবস্থায় রমা দেবীকে অশোকনগর স্টেট জেনেরেল হাসপাতালে পাঠানো হয় । শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে বারাসত জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ সোনাইকে গ্রেপ্তার করে । পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details