নোয়াপাড়া, 17 মে : নোয়াপাড়া থানা এলাকার দক্ষিণপাড়ায় দুষ্কৃতীদের বোমাবাজিতে দুই মহিলা সহ জখম ছ'জন । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হামলাকারীরা পাশের পাড়ার বাসিন্দা । তাদের নাম মুকেশ, কৃষ্ণা , সুজন ও কুন্দন । ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায় । নোয়াপাড়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
সাইকেল ধাক্কা মারায় বোমাবাজি, নোয়াপাড়ায় জখম 6 - women
সাইকেলের ধাক্কা কেন লেগেছে ? চার মদ্যপের মারধর কিশোরকে । পরে এলাকায় এসে বোমাবাজি করে ওই মদ্যপ যুবকরা । আর তাতেই জখম দুই মহিলা সহ ছয় ।
স্থানীয় সূত্রে জানা গেছে , গতকাল বিকেলে এলাকার কয়েকজন কিশোর সাইকেলে করে গঙ্গার ধারে যায় । সেইসময় কয়েকজন মদ্যপ যুবক সেখানে ছিল । পাশ কাটিয়ে আসতে গিয়ে তাদের গায়ে ওই কিশোরদের সাইকেলের সামান্য ধাক্কা লাগে । বচসা হয় দুই পক্ষের মধ্যে । অভিযোগ, সেইসময় মানিক দাস নামে এক কিশোরকে বেধড়ক মারধর করে ওই মদ্যপরা । স্থানীয় বাসিন্দারা ওই মুহূর্তে দুই পক্ষের মধ্যে মীমাংসা করিয়ে দেয় । সন্ধেতে ওই মদ্যপ যুবকরা আগ্নেয়াস্ত্র ও বোমা সহ ফের এলাকায় আসে বলে অভিযোগ । এলাকায় ব্যাপক বোমাবাজি করে । সেইসময় কয়েকজনের গায়ে বোমার স্প্লিন্টার লাগে । আর তাতেই জখম হয় দুই মহিলা সহ ছ'জন । তাঁদের ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । জখমদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।
নোয়াপাড়া থানায় হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে । তবে, এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি । তদন্ত শুরু করেছে পুলিশ ।