ভাটপাড়া, 22 মে : বিধানসভা উপনির্বাচনের পর থেকেই উত্তপ্ত ভাটপাড়া । গত দু'দিনে বোমাবাজি, ট্রেন লক্ষ্য করে পাথর ছোঁড়ার মত ঘটনার পর আজ কিছুটা স্বাভাবিক ভাটপাড়া । খুলছে দোকানপাট, বাজার ।
19 মে ভাটপাড়া বিধানসভায় উপনির্বাচন হয়। বিধানসভা উপনির্বাচনের দিন ঘোষণার পর থেকেই তৃণমূল ও BJP-র মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা । দু'পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় । চলে বোমা-গুলির লড়াই, বাড়ি ভাঙচুর । পরিস্থিতি সামলাতে জারি করা হয় 144 ধারা । প্রথমে পুলিশ এই পরিস্থিতি সামলাতে হিমশিম খেলেও গতকাল থেকে এলাকার রাশ নিজেদের হাতে নেয় তারা । কেন্দ্রীয় বাহিনী, RAF, কমব্যাট ফোর্স গোটা এলাকায় টহলদারি চালায় । পাশাপাশি পুলিশের তরফে গুজবে কান না দিতে বলা হয় ।
এরপর আজ সকাল থেকে কিছুটা স্বাভাবিক হয় ভাটপাড়া । খোলে বাজার, দোকান । রাস্তায় চলছে যানবাহন । বিভিন্ন জায়গায় টহল দেয় পুলিশ, কেন্দ্রীয় বাহিনী । গত দু'দিনের সন্ত্রাসের জেরে গৃহবন্দী মানুষজন রাস্তায় বেরোন ।