স্বরূপনগর, 24 জুন : বাংলাদেশে হাতবদলের আগেই উদ্ধার হল লক্ষাধিক টাকার বাগদা চিংড়ির পোনা ৷ বিএসএফের 153 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের হাতে পড়ে প্যাকেটজাত বাগদা চিংড়ির পোনা ৷ ধরার আগেই সীমান্তরক্ষীদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় পাচারকারীরা ৷ ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার স্বরূপনগরের গাবরদহ সীমান্তে ৷
আরও পড়ুন : বাংলাদেশে মাদক পাচারের আগেই গ্রেফতার 1, উদ্ধার 5 লাখ টাকার ইয়াবা
বুধবার গাবরদহের সীমান্ত এলাকায় সীমান্তরক্ষীরা নজর রাখছিল ৷ সেই সময় কয়েকজন সন্দেহভাজনকে ইতস্তত ঘোরাঘুরি করতে দেখে ৷ সন্দেহ হওয়ায় তাদের দিকে এগিয়ে যেতেই হাতে থাকা ব্যাগ ফেলে রেখেই পালিয়ে যায় পাচারকারীরা ৷ ঘটনাস্থানে 56টি পলিথিন প্যাকেট উদ্ধার করে সীমান্তরক্ষীরা ৷ সীমান্তরক্ষীদের ধারণা, বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই 56টি পলিথিনে বাগদা চিংড়ির পোনা নিয়ে যাওয়ার চেষ্টা করছিল পাচারকারীরা ৷
বাজেয়াপ্ত হওয়া বাগদার চারাপোনার প্যাকেট সীমান্তরক্ষীরা তুলে দেয় স্বরূপনগর থানার পুলিশের হাতে ৷ সীমান্তরক্ষীদের বক্তব্য, এখন দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে ৷ সেই সুযোগকে কাজে লাগিয়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কয়েকদিন ধরেই সক্রিয় হয়ে উঠেছে পাচারকারীরা ৷ তাতে কখনও মাছের চারাপোনা, তো কখনও রূপোর গয়না পাচারের চেষ্টা করছে পাচারকারীরা ৷