পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ধর্ম নিয়ে রাজনীতি করা উচিত নয়, মুখ্যমন্ত্রীকে আক্রমণ লকেটের

"সেলেব্রিটিদের মুখটা ব্যবহার করে ভোট নেওয়া হয়। তারপর তাঁদের ঠুঁটো জগন্নাথ করে রেখে নিজেরা টাকা-পয়সা নয়-ছয় করে। আমি চাই এটা যেন না হয়। সেলেব্রিটিরা সোচ্চার হয়ে মানুষের কথা বলুক।" গতকাল বারাসতের বিশেষ আদালতে রাজনৈতিক মামলায় হাজিরা দিতে এসে একথা বলেন BJP নেত্রী লকেট চট্টোপাধ্যায়।

BJP নেত্রী লকেট চট্টোপাধ্যায়

By

Published : Apr 9, 2019, 10:28 AM IST

Updated : Apr 9, 2019, 10:37 AM IST

বারাসত, 9 এপ্রিল : "সেলেব্রিটিরা ভোট ক্যাচার না হয়ে মানুষের কথা শুনুক। মানুষের কথা বলুক।" গতকাল বারাসতের বিশেষ আদালতে রাজনৈতিক এক মামলায় হাজিরা দিতে এসে একথা বলেন BJP নেত্রী লকেট চট্টোপাধ্যায়।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

গতকাল লকেট সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, "সেলেব্রিটিদের মুখটা ব্যবহার করে ভোট নেওয়া হয়। তারপর তাঁদের ঠুঁটো জগন্নাথ করে রেখে নিজেরা টাকা-পয়সা নয়-ছয় করে। আমি চাই এটা যেন না হয়। সেলেব্রিটিরা সোচ্চার হয়ে মানুষের কথা বলুক।"

লকেট আরও বলেন, "ধর্ম নিয়ে রাজনীতি করা উচিত নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করতে পারেননি। তাই, ধর্ম নিয়ে রাজনীতি করছেন। বসিরহাটের হিংসার ক্ষত ভোলাতে নুসরতের মতো প্রার্থী দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গিমিক দিচ্ছেন। বসিরহাটের মতো জায়গায় এমন একজন প্রার্থী দরকার ছিল, যিনি বসিরহাটকে হিংসামুক্ত করতে পারবেন। তেমন প্রার্থী তো দিলেন না। উলটে এমন একজন প্রার্থী দিলেন, যিনি রাজনীতিটাই জানেন না।"

রামনবমী বা মহরম প্রসঙ্গে তিনি বলেন, "রামনবমী বা মহরমে অস্ত্র নিয়ে মিছিল করলে সন্ত্রাস হয় না। সন্ত্রাস হয় অন্য জায়গায়। দু'বছর রামনবমী পালন হয়েছে। কোনও সন্ত্রাস হয়নি, মানুষ খুন হয়নি।"

প্রধানমন্ত্রীকে হ্যাঙ্গারে ঢুকিয়ে দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যেরও কড়া সমালোচনা করেন লকেট।

Last Updated : Apr 9, 2019, 10:37 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details