পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভাটপাড়ায় দুষ্কৃতীদের গুলিতে জখম যুবক - murder

ফের উত্তপ্ত ভাটপাড়া । আজ সকালে ভাটপাড়ায় সুরাজ মণ্ডল (২২) নামে এক যুবকে গুলি করল কয়েকজন দুষ্কৃতী ।

ফাইল ফোটো

By

Published : Jun 19, 2019, 9:45 AM IST

Updated : Jun 19, 2019, 11:28 AM IST

ভাটপাড়া, 19 জুন : আজ সকালে উত্তর 24 পরগনার ভাটপাড়ায় চলল গুলি । ভাটপাড়া ফাঁড়ির কাছে সুরাজ মণ্ডল (২২) নামে এক যুবককে গুলি করে কয়েকজন দুষ্কৃতী । তিনি বর্তমানে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে চিকিৎসাধীন ।

এই চায়ের দোকানেই চা খাচ্ছিলেন সুরাজ

রিলায়েন্স জুট মিলের শ্রমিক সুরাজ । আজ সকালে চায়ের দোকানে চা খাচ্ছিলেন । সেইসময় দুই দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায় । বুকের বাঁদিকে গুলি লাগে সুরাজের । গুলির শব্দ শুনে ঘটনাস্থানে যান স্থানীয় বাসিন্দারা । তাঁরা সুরাজকে উদ্ধার করে প্রথমে স্টেট জেনেরাল হাসপাতালে ভরতি করেন । অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

এই সেই চায়ের দোকান

খবর পেয়ে ঘটনাস্থানে যায় জগদ্দল থানার পুলিশ । এলাকায় মোতায়েন রয়েছে ব়্যাফ । এই ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ ।

ঘটনাস্থানের ভিডিয়ো
Last Updated : Jun 19, 2019, 11:28 AM IST

ABOUT THE AUTHOR

...view details