ঠাকুরনগর, 6 মে : "শরীর খারাপ । কিন্তু মন চাঙ্গা আছে । তাই সবকটি কেন্দ্রতেই আমি যাব ।" আজ একথা বললেন বনগাঁ লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী শান্তনু ঠাকুর ।
শনিবার (৪ এপ্রিল) পথ দুর্ঘটনায় আহত হন শান্তনু ঠাকুর । সেদিনই সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "দুর্ঘটনাটি সাজানো । শান্তনু যে গাড়িটিতে ছিলেন সেটি উত্তরপ্রদেশের । গাড়িতে প্রায় ২৫ লাখ টাকা ছিল । সেই টাকাই বিলি করতে যাচ্ছিলেন । পুলিশের তাড়া খেয়ে পালানোর সময় দুর্ঘটনা ঘটে ।" এর উত্তরে শান্তনু বলেন, "আমি ওর কথায় পাত্তা দিই না । আসলে অপবাদ দেওয়ার জন্য ও ভোটব্যাঙ্ক প্রভাবিত করার জন্য এই কথাগুলো বলেছে । আমার চরিত্র নিয়ে বলার আগে ও নিজের চরিত্র ঠিক করুক ।"