ঠাকুরনগর, 23 এপ্রিল : রাতারাতি 'সুস্থ' হয়ে গেলেন বনগাঁর BJP প্রার্থী শান্তনু ঠাকুর। গতকাল বনগাঁয় যোগী আদিত্যনাথের সভায় গরহাজির ছিলেন তিনি । তার সাফাই দিতেই আজ বাড়িতে সাংবাদিক বৈঠক করে তিনি চিকিৎসকের সার্টিফিকেট দেখালেন ।
শান্তনু ঠাকুরের সমর্থনে বনগাঁ রেল স্টেডিয়াম মাঠে গতকাল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভা ছিল । সেই সভায় স্বয়ং শান্তনুই ছিলেন অনুপস্থিত । তারপর শান্তনুকে নিয়ে নানা জল্পনা শুরু হয় । তাতে বিড়ম্বনায় পড়তে হয়েছে তাঁর দল BJP-কেই । কটাক্ষও শুনতে হয় । তৃণমূলের পক্ষ থেকে বলা হয়, টাকা পয়সার ভাগ বাঁটোয়ারা নিয়ে গোলমাল । তাই, শান্তনু যোগীর সভায় যাননি । আর্থিক দুর্নীতি নিয়ে শান্তনুর বিরুদ্ধে আগেও অভিযোগ উঠেছিল । পোস্টার পড়েছিল ঠাকুরনগরে ।
আজ সকালে নিজের বাড়িতে পাশে চিকিৎসককে বসিয়ে সাংবাদিক বৈঠক করে শান্তনু বলেন, "আমি অসুস্থ ছিলাম। তাই যোগীর সভায় উপস্থিত হতে পারিনি । তার জন্য আমি দুঃখিত ও ক্ষমাপ্রার্থী । অন্য কোনও কারণ নেই । বিরোধীরা বিরোধিতা করার জন্য যা খুশি বলতে পারে । কিন্তু ভোটের ময়দানে আমি মাঠ ছাড়তে রাজি নই ।"